শুধু ভারত নয়, বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। অভিষেকের পর থেকেই বিশ্বের বাঘা বাঘা বোলারদের ব্যাট হাতে কঁচুকাটা করে চলছেন ডানহাতি এই ব্যাটার। এমনকি শচীন টেন্ডুলকারের পর বিরাটকে ভারতের বড় তারকা ভাবা হয়। আর এই ব্যাটারকে নিজ দলে খেলাতে চান বিশ্বের সব অধিনায়ক। এই একই জায়গায় ব্যতিক্রম নন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সাক্ষাৎকারে সাকিবকে জিজ্ঞাসা করা হয় কোন ক্রিকেটারকে আপনি চুরি করতে চান? জবাবে ভারতীয় ব্যাটিং তারকা কোহলিকে চুরির কথা জানান টাইগার অধিনায়ক।
সঞ্চালক সাকিবকে প্রশ্ন করেছিলেন ভারত থেকে কোন ক্রিকেটারকে চুরি করতে চান? এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি বিরাট কোহলিকে চুরি করতে চাইব, কারণ সে প্রতি ম্যাচে রান করে।’ বিরাট কোহলির ক্রিকেট অবদান সম্পর্কে বলে শেষ করা যাবে না। দীর্ঘ সময় ধরেই ভারতীয় দলের হয়ে একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন তিনি। ২৫ হাজারের বেশি রানের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৭টি সেঞ্চুরি আছে কোহলির। ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বিরাট কোহলি।
চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সময়োপযোগী এক ইনিংস খেলেছেন কোহলি। মাত্র ২ রানেই ৩ উইকেট হারানোর পর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে ১৬৪ রানের জুটি গড়েন ভারতীয় তারকা। ৮৫ রানের ইনিংস খেলে আউট হন বিরাট।
মন্তব্য করুন