২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচই হারের স্বাদ পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। আজকের ম্যাচটা দুদলের জন্যই পরিণত হয়েছে অলিখিত সেমিফাইনালে। এবারের প্রতিযোগিতায় টিকে থাকার লড়াইয়ে অজিদের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা।
সোমবার (১৬ অক্টোবর) লখনৌর ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
স্বাগতিক ভারত ও আফগানিস্তানের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। দুটি ম্যাচেই চরম ব্যাটিং ব্যর্থতার প্রদর্শন করেন অজি ব্যাটাররা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছে শ্রীলঙ্কার বিশ্বকাপ যাত্রা। এর মধ্যে পাকিস্তানের কাছে প্রতিযোগিতা ৩৪৫ রান করেও পরাজিত হন লঙ্কানরা। এ ছাড়াও আজ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লঙ্কান নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটকিপার), মার্কাস স্টয়নিশ গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
শ্রীলঙ্কা একাদশ: কুশাল পেরেরা, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েল্লাগে, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।
মন্তব্য করুন