ভারতে চলমান ওয়ানডে বিশ্বকাপে খাঁদের কিনারায় রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাঁচ ম্যাচের মধ্যে তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাবর আজমের দল। প্রতিযোগিতার সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭০ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদম্বরাম স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে অধিনায়ক বাবর আজম ও শাদাব খানের ফিফটিতে দক্ষিণ আফ্রিকাকে ২৭১ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে পাকিস্তান। প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি ৬০ রানে ৪টি উইকেট শিকার করেন।
চেন্নাইয়ে বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বাবর আজম। শুরুতেই পাক ওপেনারদের ওপর চাপ সৃষ্টি করে প্রোটিয়া পেসাররা। ৩৬ রানের মধ্যে আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হককে সাঝঘরে ফেরত পাঠান বাঁহাতি পেসার মার্কো জেসসেন। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে পাকিস্তানকে বিপদ থেকে রক্ষা করেন বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ান। ৪টি চার ও ১টি ছক্কায় ২৭ বলে ৩১ রানে আউট হন পাক উইকেটকিপার।
দলীয় ১৪৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ক্যারিয়ারের ৩১তম ফিফটি তুলে ৫০ রানে ফেরেন বাবর। ষষ্ঠ উইকেটে শাদাব খান ও সৌদ শাকিলের ৮৪ রানের জুটিতে প্রোটিয়াদের সামনে ২৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিতে সক্ষম হয় পাকিস্তান। শাদাব ৫২ ও শাকিল ৪৩ রানে আউট হন। দক্ষিণ আফ্রিকার হয়ে শামসি ৪টি এবং জেসসেন ৩টি উইকেট শিকার করেন।
মন্তব্য করুন