ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন বিশ্বকাপের দামামা বেজে গেছে আগেই। আজ এই দামামার পরিসমাপ্তি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে ২০২৩ বিশ্বকাপের কার্যক্রম শেষ হচ্ছে এইচসিএ স্টেডিয়ামের। বিশ্বকাপের ২৭তম ম্যাচে টস জিতে অজিদের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।
নিজেদের সর্বশেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে নিউজিল্যান্ড। আজ ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে তারা মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার। মাঠের লড়াইয়ে আগে টসের লড়ইয়ে জয়ী কিউই অধিনায়ক। জিতেই নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
ধর্মশালায় আজ কিউই বধের মিশন নিয়ে নামছে ক্যাঙ্গারুরা। টানা তিন জয়ে বিশ্বকাপে নিজেদের স্বরূপে ফেরার ইঙ্গিত। সেটার ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ তাদের সামনে।
টস জিতে কিউই অধিনায়ক টম লাথাম বলেন, ‘সারফেসটা ব্যাটের জন্য ভালো মনে হচ্ছে কিন্তু সকালের দিকে শুরু হওয়ায় আমরা প্রথমে বল করতে চাই।’
এক পরিবর্তন নিয়ে তারা খেলতে নামছেন বলেও জানিয়েছেন। বলেছেন, ‘এই ম্যাচে মার্ক চ্যাপমান খেলছেন না। তার বদলে একাদশে এসেছেন জিমি নিশ্যাম।’
টস জিতলে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাটিং করতে সমস্যা নেই বলে জানিয়েছেন।
অজিরাও এক পরিবর্তন নিয়ে খেলছেন। অবশেষে আজ ট্রাভিস হেড মাঠে নামতে পেরেছেন। তাকে জায়গা দিতে সরে যেতে হয়েছে ক্যামেরুন গ্রিনকে।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশ্যানে, জোশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ডের একাদশ: উইল ইয়ং, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম লাথাম (অধিনায়ক), জেমস নিশাম, লকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ও ট্রেন্ট বোল্ট।
মন্তব্য করুন