আফগানিস্তানের বিপক্ষে টেস্টের পরেই ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল শনিবার মিরপুরে শেষ হবে প্রস্তুতি ক্যাম্পের। এরপরই ঈদের ছুটিতে যাবেন তামিম ইকবালের দল। জানা গেছে, ঈদের দু’দিন পরই চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে চন্ডিকা হাথুরেসিংহের শিষ্যরা।
ক্রিকেটারদের সঙ্গে ঈদের ছুটিতে যাচ্ছেন কোচিং স্টাফ সদস্যরাও। তবে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। শরীরে ইউরিক এসিডের মাত্রা বেড়ে যাওয়া ব্যক্তিগত চিকিৎসকের শরণাপন্ন হতে নিজ দেশে গেছেন তিনি। আগামী ৩০ জুন অন্য বিদেশি স্টাফদের সঙ্গে তারও বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
আগামী ১ জুলাই আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল। ৫ জুলাই শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ৮ ও ১১ জুলাই। এরপর সিলেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ করবে আফগানিস্তান।
মন্তব্য করুন