দুঃস্বপ্নের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল সেমির দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে। কাগজে-কলমে টিকে থাকলেও একই পথেই হাঁটছে শ্রীলঙ্কাও। তবে সেমির দৌড় না হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার জন্য দুই দলের জন্যই জয়ের গুরুত্ব অনেক। এমন সমীকরণ মাথায় রেখে সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম সাকিব।
চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের পক্ষে একটি পরিবর্তন আনা হয়েছে। আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে উদীয়মান পেসার তানজিম সাকিবের। পুরোপুর ফিট না হওয়া মুস্তাফিজুর রহমানের বদলে বিশ্বকাপের একাদশে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই পেসার ।
অপরদিকে লঙ্কান একাদশে আনা হয়েছে দুটি পরিবর্তন। দিমুথ করুণারত্নে ও দুশান হেমন্তের পরিবর্তে খেলবেন কুশল পেরেরা এবং ধনঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।
শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।
মন্তব্য করুন