এবারের ওয়ানডে বিশ্বকাপে অনেক আশা নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেও পরের গল্প শুধুই হতাশার। সেমির স্বপ্ন অনেক আগেই শেষ হয়ে গিয়েছে এখন আশা শেষ দুই ম্যাচ জিতে কোনভাবে ২০২৫ সালের আইসিস চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়া। সেই চিন্তা মাথায় রেখেই আজ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ।
সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অধিনায়কের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে প্রথম ওভারেই উইকেট এনে দেন শরীফুল। প্রথম ওভারের শেষ বলটি অফ স্টাম্পের বাইরে পরে আরো বাইরে দিয়ে চলে যাওয়ার সময় জায়গায় দাঁড়িয়ে শট খেলতে যান কুশল পেরেরা। ঠিকমতো টাইমিং না হওয়ায় ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে। ডানদিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মুশফিক। পেরেরা ফিরেন ৪ রান করে।
কিন্তু এরপর প্রথম পাওয়ার প্লেতে আর সফলতার দেখা পায়নি বাংলাদেশ। তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিংয়ে রানের চাকা আটকানোর চেষ্টা করলেও আরেক প্রান্তে উদার হাতে রান দিয়েছেন শরিফুল-তানজিম সাকিবরা। ১০ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫২ রান তুলে ফেলে শ্রীলঙ্কা।
এক উইকেট হারানো লঙ্কানরা নিশাঙ্কা-মেন্ডিসে বড় সংগ্রহের দিকে যাওয়ার আগেই মেন্ডিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন সাকিব। তার বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে শরীফুলের তালুবন্দী হন মেন্ডিস। ৩০ বল খেলে ১৯ রান করেন তিনি।
এরপর লঙ্কান শিবিরে তৃতীয় আঘাত হানলেন তানজিম সাকিব। আজই বিশ্বকাপে অভিষেক হওয়া টাইগার এই পেসার ফিরিয়েছেন ফর্মে থাকা পাথুম নিশাঙ্কাকে। ৩৬ বলে ৮টি চারের সাহায্যে ৪১ রান আসে এই ওপেনারের ব্যাট থেকে।
নিশাঙ্কার বিদায়ের পর আবার বড় জুটি গড়ার চেষ্টা চালাচ্ছে দুই লঙ্কান ব্যাটার সামারাবিক্রমা ও আসালাঙ্কা। ১৮ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১০৫ রান।
মন্তব্য করুন