গতকাল রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মাঠে যারা ছিলেন তাদের নির্ঘাত পয়সা উসুল মনে হওয়ার কথা কারণ তারা যে ওয়ানডে ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য এক ইনিংস স্বশরীরে দেখার সৌভাগ্য অর্জন করেছে। মঙ্গলবার (৭ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের নিশ্চিত জয় ছিনিয়ে নিয়ে যান এক অজি ব্যাটসম্যান। আর তিনি হচ্ছেন গ্লেন জেমস ম্যাক্সওয়েল। বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকানো ম্যাক্সওয়েল এদিন গড়েছেন বেশকিছু রেকর্ড আর পুরোনো অনেক রেকর্ডও নতুন করে লিখতে বাধ্য করেছেন।
ম্যাক্সওয়েল ডাবল সেঞ্চুরি পূরণ করতে নিয়েছেন ১২৮ বল। তার ২০১ রানের ইনিংসটিতে আছে ২১টি চার ও ১০টি ছয়। তাতে অস্ট্রেলিয়া আফগানদের হাত থেকে জয় ছিনিয়ে নিয়েছে, নিশ্চিত করেছে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিটও।
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি
বিশ্বকাপ ইতিহাসে ম্যাক্সওয়েলের ইনিংসটিই সবচেয়ে দ্রুততম ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল। বিশ্ব আসর বাদ দিয়ে গত বছর বাংলাদেশের বিপক্ষে ১২৬ বলে করা ইশান-কিশানের ডাবল সেঞ্চুরিটি এ সংস্করণে দ্রুততম।
ওয়ানডেতে অস্ট্রেলিয়ার জার্সিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস
ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার জার্সিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস এটি। এতদিন এ রেকর্ড ছিল সাবেক অজি ওপেনার শেন ওয়াটসনের নামে। ২০১১ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ১৮৫ রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন তিনি।
রান তাড়া করতে নেমে সর্বোচ্চ ইনিংস
বিশ্বকাপে রান তাড়া করতে গিয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি এখন ম্যাক্সির। রান তাড়ায় আগে কখনো এত বড় ইনিংস খেলেনি কেউ। আগের রেকর্ড ১৯৩, ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ফখর জামানের ১৯৩।
২০১*
ওয়ানডেতে ব্যাটিংক্রমের ছয় বা এর নিচে নেমে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ কপিল দেবের ১৭৫*, ১৯৮৩ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে।
বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ইনিংস এটি। এর ওপরে আছে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিলের ২৩৭* ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ২১৫।
১০ ছয়
অপরাজিত ২০১ রানের ইনিংস খেলতে ১০টি ছক্কা হাঁকিয়েছেন ম্যাক্সওয়েল। বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ান কোনো ব্যাটারের পক্ষে সর্বোচ্চ এটি। আগের রেকর্ডটি ৯ ছক্কার, এবারের বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচেই যা গড়েছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
৪৩
বিশ্বকাপে ম্যাক্সওয়েলের মোট ছক্কা। ওয়ার্নারকে (৩৭) পেছনে ফেলে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ছক্কা এখন তার।
২০২
ম্যাক্সওয়েল-কামিন্সের ২০২ রানের জুটি ওয়ানডেতে অষ্টম উইকেটে সর্বোচ্চ। আগের রেকর্ড ১৩৮*, ২০০৬ সালে কেপটাউনে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল ও জাস্টিন কেম্পের।
মন্তব্য করুন