আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছেন শুভমান গিল। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে টপকে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের ১ নম্বর জায়গা দখল করে নিয়েছেন ভারতীয় ওপেনার।
বুধবার (৮ অক্টোবর) আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাতকৃত তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ ব্যাটার ভারতের ডানহাতি গিল। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে গিলের রেটিং পয়েন্ট ৮৩০।
ভারতীয়দের মধ্যে চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন গিল। তার আগে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার, ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন। ব্যাটারদের মতো বোলারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করেছে ভারত। পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদিকে হটিয়ে ১ নম্বর বোলার হয়েছেন মোহাম্মদ সিরাজ।
চলমান ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের ইনিংস খেলেছিলেন গিল। পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। যা তাকে এক নম্বরে পজিশনে পৌঁছে দেয়। অন্যদিকে নিজের সর্বশেষ ম্যাচে ৬৬ রান করেছিলেন বাবর। তা ছাড়াও বিশ্বকাপে ২৮২ রান সংগ্রহ করেছেন পাকিস্তান অধিনায়ক। ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বাবর।
৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে ৩ ধাপ এগিয়ে চার নম্বরে আছেন বিরাট কোহলি। বিশ্বকাপে চারটি শতক হাঁকানো প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক ৩ নম্বরে রয়েছেন। এ ছাড়া তালিকার পাঁচে ডেভিড ওয়ার্নার এবং ৬ নম্বরে রয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বর স্থান নিজের করে রেখেছেন তিনি। ডাবল সেঞ্চুরি হাঁকানো গ্লেন ম্যাক্সওয়েল দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে রয়েছেন অজি তারকা।
মন্তব্য করুন