গতকাল ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য, অতিমানবীয় এক ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল। মুজিব-রশিদের বিপক্ষে যা করেছেন তা এখনো অনেকের বোধগম্য হচ্ছে না। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানদের দেওয়া ২৯১ রানের জবাবে ৯১ রানে ৭ উইকেট হারায় অজিরা। পুরো বিশ্ব যখন অস্ট্রেলিয়ার হার দেখা শুরু করেছিল ঠিক তখনই অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে ১৭০ বলে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটিতে অবিশ্বাস্য জয় এনে দেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকানো ম্যাক্সওয়েল বন্দনায় মেতেছেন সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংস খেলার মধ্য দিয়ে অস্ট্রেলিয়াকে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে দিয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে পায়ে ক্র্যাম্প নিয়েও ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন ম্যাক্সওয়েল। ২১টি চারের মার ছাড়াও ১০টি ছক্কা হাঁকান অজি অলরাউন্ডার। অধিনায়ক প্যাট কামিন্স ১২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাক্সওয়েলকে পরিপূর্ণ সমর্থন দেন। বিশ্বের বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্থান পেয়েছে অজি তারকার অতিমানবীয় পারফর্ম্যান্স। অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘গ্লেন ওয়ানডের ইতিহাসে শ্রেষ্ঠ ইনিংস খেলেছেন।’
আইসিসির শো ‘ডিজিটাল ডেইলি’-তে ম্যাক্সওয়েলের ইনিংস বর্ণনা করতে বলা হলে অস্ট্রেলিয়ান গ্রেট রিকি পন্টিং প্রশংসা করার শব্দ হারিয়ে ফেলেন। পন্টিং বলেছেন, ‘এটা ভাষায় প্রকাশ করা কঠিন। এমন একটি ইনিংস একটি দলকে যে কোনো জায়গা থেকে জেতাতে পারে।’
সোশ্যাল মিডিয়ায় সাবেক ক্রিকেটারদের আরও কিছু পোস্ট :
মন্তব্য করুন