২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক ভারত। ২০১৯ বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে কিউইদের বিপক্ষে হারের প্রতিশোধ নিতে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মারা। তবে এবারের প্রতিযোগিতার প্রথম সেমিফাইনাল দেখতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম।
বুধবার (১৫ নভেম্বর) ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার শেষ চারের লড়াই দেখতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত হন ইন্টার মায়ামির সহমালিক ও সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেকহাম। মূলত ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ভারত সফরে এসেছেন এই তারকা।
সংস্থাটির তিন দিনের সফরের অংশ হিসেবে ভারতে অবস্থান করছেন বেকহাম। নারী ও মেয়েদের ক্ষমতা এবং লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত করতে ইউনিসেফের সঙ্গে জুটি বেঁধেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
বাংলাদেশি সময় ১টা ৪৫ মিনিটের সময় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ করেন ডেভিড বেকহাম। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার ‘ক্রিকেট ইশ্বর’ শচীন টেন্ডুলকার। দুজন একই সঙ্গে স্টেডিয়ামে হাঁটেন এবং হাত নাড়িয়ে দর্শকদের অভিবাদন জানান। এছাড়াও ভারত ও নিউজিল্যান্ড দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানো ও কথা বলেন বেকহাম।
শচীন টেন্ডুলকারের সঙ্গে ওয়াংখেড়ের ভিভিআইপি গ্যালারিতে বসে রোহিত-কোহলিদের খেলা উপভোগ করছেন বেকহাম।
মন্তব্য করুন