২০২৩ ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে দুরন্ত সূচনা পায় ভারত। তবে পাওয়ার প্লের শেষ ওভারে রোহিত ও শ্রেয়াস আইয়ারকে হারিয়ে চাপে পড়েছে ভারত। দলীয় ৮১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
আহমেদাবাদে টস হেরে ব্যাটিং করতে নেমে নিজের আক্রমণাত্মক খেলা শুরু করেন রোহিত শর্মা। জশ হ্যাজেলউডের প্রথম ও তৃতীয় ওভারে ৩টি চার ও একটি ছক্কা হাঁকান ভারত অধিনায়ক।
ইনিংসের পঞ্চম ওভারে ভারত শিবিরে আঘাত হানেন অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক। শুভমান গিলকে অ্যাডাস জাস্পার হাতে ক্যাচ দিতে বাধ্য করান এই বাঁহাতি পেসার। ৭ বলে মাত্র ৪ রানে সাজঘরে ফেরত যান ভারত ওপেনার।
ওয়ানডাউনে ক্রিজে আসেন চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান শিকারি বিরাট কোহলি। স্টাকের করা সপ্তম ওভারে টানা ৩টি চার মারেন কোহলি। সাত ওভার শেষে দলীয় ৫০ রান পূরণ করে ভারত। তবে ১০ম ওভারের চতুর্থ বলে ভারত অধিনায়ককে ফেরত পাঠান ম্যাক্সওয়েল। মাত্র ৩১ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। ১১তম ওভারে ৪ রান করা আইয়ারকে ফেরান অধিনায়ক প্যাট কামিন্স।
মন্তব্য করুন