সিলেটে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে টাইগারদের হয়ে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শাহাদাত হোসেন দিপুর। এই সংস্করণে বাংলাদেশের ১০২তম ক্রিকেটার ২১ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার। ডানহাতি মিডল অর্ডার এই ব্যাটসম্যান।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি। এদিন শাহাদাতকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন সাবেক টাইগার অধিনায়ক মমিনুল হক।
বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছিলেন শাহাদাত। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে মাঠা নামা হয়নি ডানহাতি এই তরুণ ব্যাটারের। তবে ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সেই টেস্টেই অভিষেক হয়ে গেলো যুব বিশ্বকাপজয়ী তারকার। ক্রিকেটের পুরানো সংস্করণে নিজের সামর্থ্য দেখিয়েই সুযোগ পেয়েছেন শাহাদাত দিপু। প্রথম শ্রেণির ক্রিকেটে ২২ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৬.৩৯ গড়ে ১ হাজার ৩৮৩ রান নিজের নামে পাশে জড়ো করেছেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটার।
মন্তব্য করুন