বছর ঘুরে আবার এসেছে ঈদুল আজহা। দেশবাসী নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন ঈদের আনন্দ। ক্রীড়া অঙ্গনের তারকারাও এর ব্যতিক্রম নয়। ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে ঈদ করেছেন; শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদেরও।
নিজ জেলা মাগুরায় ঈদের নামাজ আদায়ের পর দেশবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানান বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিজের ফেসবুকে বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখেছেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থতা ও সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক!’
সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও।
ঈদের সকালে ফেসবুকে শুভেচ্ছা বার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ লেখেন—‘ঈদুল আজহার পবিত্র আশীর্বাদ আপনাকে সুখ, সমৃদ্ধি এবং বৃহত্তর মঙ্গলের জন্য নিঃস্বার্থ ত্যাগ করার শক্তি বয়ে আনুক।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি লেখেন, ‘এই আনন্দের দিনে ত্যাগ, ঐক্য এবং কৃতজ্ঞতার চেতনা আপনার হৃদয়কে আশীর্বাদে পূর্ণ করুক।’
তারকা পেসার তাসকিন আহমেদের বার্তা, এ পবিত্র ঈদুল আজহা অপরিমেয় সুখ বয়ে আনুক এবং আমাদের হৃদয়ে গভীর সহানুভূতির বোধ জাগিয়ে তুলুক। এটি আমাদের সমস্ত অসম্পূর্ণতা থেকে পরিষ্কার করে বহুলতা ও সাফল্যে ভরা একটি ভবিষ্যতের দিকে পথ প্রদর্শন করুক।
অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ঈদুল আজহার পবিত্র দিনে আমরা যেন আমাদের সকল ত্রুটি-বিচ্যুতি ত্যাগ করি এবং হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের চেতনা মনে রাখি। সবার পরিবারের সঙ্গে আনন্দময় ও সুন্দর ঈদ কাটুক।
এদিকে বেশ ফুরফুরে মেজাজেই বিদেশের মাটিতে ঈদ উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল দল। ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফের সেমিফাইনালে উঠে দেশবাসীকে বুধবার রাতেই ঈদ উপহার দেয় দলটি।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় ভারতের বেঙ্গালুরুর রিসালদার পার্ক মাঠে ঈদের নামাজ আদায় করেন জাতীয় ফুটবল দলের ফুটবলার ও কর্মকর্তারা।
বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, এই পবিত্র দিনে আপনার প্রার্থনা এবং ত্যাগ পুরস্কৃত হোক। আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক।
এ ছাড়া খুলনা থেকে নারী ক্রিকেট তারকা জাহানারা আলমও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
মন্তব্য করুন