অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে উড়ন্ত ফর্মে রয়েছে বাংলাদেশ দল। ‘বি’ গ্রুপের লড়াইয়ে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে টাইগার যুবারা। আর এই জয়ে দুবাইতে চলমান প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা। যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে। বুধবার (১৩ ডিসেম্বর) দুবাইতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে, দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ের পর আজ লঙ্কান যুবাদের হারিয়ে প্রতিযোগিতায় অপরাজিত রয়েছে টাইগাররা।
নিজেদের তৃতীয় ম্যাচে ১৯৯ রানের মধ্যে বেঁধে ফেলে শ্রীলঙ্কাকে। ওয়াসি সিদ্দিকী ৩২ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন। ২০০ রান তাড়া করতে নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার আশিকুর রহমান শিবলী। প্রথম দুই ম্যাচেও ফিফটির দেখা পান উইকেটকিপার এই ব্যাটার। ১৩০ বলের মোকাবিলায় ১১৬ রানে অপরাজিত থাকেন শিবলী। তার অপরাজিত সেঞ্চুরিতে ৫৫ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
প্রতিযোগিতার গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। ভারতকে হারানো পাকিস্তানও গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের স্বাদ পেলেও আফগানিস্তান-নেপালকে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে ভারতীয় যুবারা।
আগামী ১৫ ডিসেম্বর (শুক্রবার) ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সবশেষ ২০২১ যুব এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। একই দিনে আরেক সেমিতে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ‘বি’ গ্রুপের রানার্সআপ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত যুবারা।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন মুখোমুখি হবে অন্য গ্রুপ রানার্সআপ দলের বিপক্ষে।
মন্তব্য করুন