স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্টোকস বাধা পেরিয়ে অস্ট্রেলিয়ার লর্ডস জয় 

স্টোকস বাধা উপড়ে ফেলে অস্ট্রেলিয়াকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান অজি পেসার হেজেল্উড। ছবি : সংগৃহীত
স্টোকস বাধা উপড়ে ফেলে অস্ট্রেলিয়াকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান অজি পেসার হেজেল্উড। ছবি : সংগৃহীত

লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৩ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিয়ে অলআউট করে দেয় ৩২৭ রানে।

লর্ডস টেস্টের শেষ দিনে রোমাঞ্চের আশায় ছিল ক্রিকেট বিশ্ব, সেটা দুই হাত ভরে উপহার দেন স্টোকস। আরেকটু হলে দলকে জিতিয়ে দিচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। তার চমৎকার দেড়শ ছাড়ানো ইনিংস থামিয়ে সফরকারীদের উল্লাসে ভাসান জশ হেজেলউড। দারুণ জয়ে অ্যাশেজ ধরে রাখার মিশনে এক ধাপ এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।

৪ উইকেটে ১১৪ রান নিয়ে বাজবলের প্রচারকরা শেষ দিনের খেলা শুরু করে। পঞ্চম উইকেটে ১৩২ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন বেন ডাকেট ও স্টোকস।

ডাকেট ১১২ বলে ৯ চারে খেলেন ৮৩ রানের ইনিংস। জশ হেজেলউডের বল ঠিকঠাক খেলতে না পারায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে জমা দিয়ে ইংলিশ ওপেনার সাজঘরে ফেরেন। খানিক পর ক্যামেরন গ্রিনের বলে বিতর্কিত স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন ১০ রান করা জনি বেয়ারস্টো। ইংল্যান্ড তখন ১৯৩ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে।

একপ্রান্তে অবিচল থেকে স্টুয়ার্ট ব্রডকে নিয়ে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে হারিয়ে যাওয়া জয়ের সম্ভাবনা আবারও জাগান স্টোকস। সেঞ্চুরি করেই থামেননি ইংল্যান্ডের অধিনায়ক, খেলেন দেড় শতাধিক রানের দারুণ ইনিংস।

স্টোকস ২১৪ বলে ৯ চার ও ৯ ছক্কায় করেন ১৫৫ রান। হেজেলউডের শর্ট বলে ক্যারির গ্লাভসবন্দি হওয়ায় তিনি থামতে বাধ্য হন। ইংল্যান্ডের স্কোর তখন ৭ উইকেটে ৩০১ রান, জয়ের জন্য তখনো দরকার ৭০ রান। এরপর দ্রুতই অলি রবিনসন এবং ব্রড ড্রেসিং রুমে ফিরলে অস্ট্রেলিয়ার জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

শেষ উইকেট জুটিতে ইংল্যান্ডকে প্রায় অসম্ভব এক জয়ের দিকে নেওয়ার চেষ্টা করেন জশ টাং ও জেমস অ্যান্ডারসন। কিন্তু স্টার্কের বলে বোল্ড হয়ে টাং আউট হলে সেই স্বপ্ন শেষ হয়। অস্ট্রেলিয়া জিতে নেয় লর্ডস টেস্ট।

দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার এই জয়ে বড় অবদান রাখেন মিচেল স্টার্ক, কামিন্স ও হেজেলউড। ম্যাচের চতুর্থ ইনিংসে তিন পেসারই নেন তিনটি করে উইকেট।

ম্যাচসেরার পুরস্কার জেতেন অবশ্য স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে ১১০ রান করা অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান দ্বিতীয়ভাগে করেন ৩৪ রান।

আগামী বৃহস্পতিবার হেডিংলিতে শুরু দুই দলের তৃতীয় টেস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নখের এই ৫ লক্ষণ কখনোই অবহেলা করবেন না

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধীর ৩ শতাধিক নেতাকর্মী

জকসু নির্বাচন / ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

হঠাৎ ঢাকায় নব্বইয়ের হার্টথ্রব মডেল রিয়া

জকসু নির্বাচনে ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ, গণনা শুরু

ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পি?

ভিন্ন পথের পথিক নির্মাতা আশরাফ

যাত্রী ছাউনি থেকে পাইপগান ও বোমা উদ্ধার

শিক্ষিকাকে গাল কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেপ্তার

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

১০

ডিআইজির ভাতিজা পরিচয়ে সাংবাদিককে হুমকি

১১

জকসু নির্বাচন / আইন ও অ্যাকাউন্টিং বিভাগে রেকর্ড ভোট, ফয়জুন্নেছা হলে সর্বোচ্চ কাস্টিং

১২

ওসমান হাদি হত্যাকাণ্ডে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

১৩

শিবিরকে ছাত্রদল নেতা হামিমের পরামর্শ

১৪

যে কারণে হাদির ওপর চরমভাবে ক্ষুব্ধ হন হত্যাকারীরা, জানাল ডিবি

১৫

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ

১৬

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ১০টি হালাল ব্যবসা

১৭

দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগ

১৮

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

১৯

তাপমাত্রা ৬ ডিগ্রিতে নামতে পারে যেসব এলাকায়

২০
X