সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:৫৮ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্টোকস বাধা পেরিয়ে অস্ট্রেলিয়ার লর্ডস জয় 

স্টোকস বাধা উপড়ে ফেলে অস্ট্রেলিয়াকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান অজি পেসার হেজেল্উড। ছবি : সংগৃহীত
স্টোকস বাধা উপড়ে ফেলে অস্ট্রেলিয়াকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান অজি পেসার হেজেল্উড। ছবি : সংগৃহীত

লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ৪৩ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল প্যাট কামিন্সের দল। ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিয়ে অলআউট করে দেয় ৩২৭ রানে।

লর্ডস টেস্টের শেষ দিনে রোমাঞ্চের আশায় ছিল ক্রিকেট বিশ্ব, সেটা দুই হাত ভরে উপহার দেন স্টোকস। আরেকটু হলে দলকে জিতিয়ে দিচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। তার চমৎকার দেড়শ ছাড়ানো ইনিংস থামিয়ে সফরকারীদের উল্লাসে ভাসান জশ হেজেলউড। দারুণ জয়ে অ্যাশেজ ধরে রাখার মিশনে এক ধাপ এগিয়ে গেল প্যাট কামিন্সের দল।

৪ উইকেটে ১১৪ রান নিয়ে বাজবলের প্রচারকরা শেষ দিনের খেলা শুরু করে। পঞ্চম উইকেটে ১৩২ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন বেন ডাকেট ও স্টোকস।

ডাকেট ১১২ বলে ৯ চারে খেলেন ৮৩ রানের ইনিংস। জশ হেজেলউডের বল ঠিকঠাক খেলতে না পারায় উইকেটকিপার অ্যালেক্স ক্যারির হাতে জমা দিয়ে ইংলিশ ওপেনার সাজঘরে ফেরেন। খানিক পর ক্যামেরন গ্রিনের বলে বিতর্কিত স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন ১০ রান করা জনি বেয়ারস্টো। ইংল্যান্ড তখন ১৯৩ রানে ৬ উইকেট হারিয়ে বেশ চাপে।

একপ্রান্তে অবিচল থেকে স্টুয়ার্ট ব্রডকে নিয়ে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে হারিয়ে যাওয়া জয়ের সম্ভাবনা আবারও জাগান স্টোকস। সেঞ্চুরি করেই থামেননি ইংল্যান্ডের অধিনায়ক, খেলেন দেড় শতাধিক রানের দারুণ ইনিংস।

স্টোকস ২১৪ বলে ৯ চার ও ৯ ছক্কায় করেন ১৫৫ রান। হেজেলউডের শর্ট বলে ক্যারির গ্লাভসবন্দি হওয়ায় তিনি থামতে বাধ্য হন। ইংল্যান্ডের স্কোর তখন ৭ উইকেটে ৩০১ রান, জয়ের জন্য তখনো দরকার ৭০ রান। এরপর দ্রুতই অলি রবিনসন এবং ব্রড ড্রেসিং রুমে ফিরলে অস্ট্রেলিয়ার জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

শেষ উইকেট জুটিতে ইংল্যান্ডকে প্রায় অসম্ভব এক জয়ের দিকে নেওয়ার চেষ্টা করেন জশ টাং ও জেমস অ্যান্ডারসন। কিন্তু স্টার্কের বলে বোল্ড হয়ে টাং আউট হলে সেই স্বপ্ন শেষ হয়। অস্ট্রেলিয়া জিতে নেয় লর্ডস টেস্ট।

দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার এই জয়ে বড় অবদান রাখেন মিচেল স্টার্ক, কামিন্স ও হেজেলউড। ম্যাচের চতুর্থ ইনিংসে তিন পেসারই নেন তিনটি করে উইকেট।

ম্যাচসেরার পুরস্কার জেতেন অবশ্য স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে ১১০ রান করা অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান দ্বিতীয়ভাগে করেন ৩৪ রান।

আগামী বৃহস্পতিবার হেডিংলিতে শুরু দুই দলের তৃতীয় টেস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১০

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১২

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৩

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৪

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৫

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

১৬

স্বর্ণের দামে নতুন ইতিহাস, সোমবার থেকে কার্যকর

১৭

ডিবির জালে আটক মাদক সম্রাট স্বেচ্ছাসেবক লীগ নেতা বিল্লাল

১৮

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই : সালাহউদ্দিন

১৯

পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারীরা ভোটের জন্য এসেছে : মির্জা ফখরুল

২০
X