স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৪ এএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস লিখতে পারল না বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে আজ রোববার (৩১ ডিসেম্বর) খেলতে নামে বাংলাদেশ ক্রিকেট দল। মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জিতলেই দেশের ক্রিকেটের অর্জনের খাতায় নতুন পালক যোগ হতো। তবে সেই লক্ষ্য পূরণ করতে পারল না বাংলাদেশ।

ব্যাটিং ব্যর্থতার পরে বোলারদের লড়াই যথেষ্ট হলো না। তাই চেষ্টার পরেও নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয় অধরাই থেকে গেল টাইগারদের জন্য। বৃষ্টি আইনে বাংলাদেশেকে ১৭ রানে হারিয়ে সিরিজ ড্র করেছে কিউইরা।

রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে স্যান্টনারের ঘূর্ণিতে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। এরপরে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে নিউজিল্যান্ড এবং তখনই শুরু হয় ঝোড়োবৃষ্টি। এরপর খেলা শুরু না হওয়ায় ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে জয় পায় কিউইরা।

১১১ রানের স্বল্প লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপরে নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ম্যাচটি জমানোর ইঙ্গিত দেয় শরীফুল-মেহেদী। ৪৯ রানের মধ্যে কিউইদের ৫ জন ব্যাটারকে বিদায় করেন তারা। এর মধ্যে টিম সেফার্ট ৩ বলে ১ রান, ড্যারিল মিচেল ৫ বলে ১ রান, গ্লেন ফিলিপস ৪ বলে ১ রান ও মার্ক চ্যাপম্যান ৫ বলে ১ রান করে আউট হন। মেহেদী হাসান নিয়েছেন সেফার্ট ও মিচেলের উইকেট। শরিফুল ফিরিয়েছেন ফিলিপস ও অ্যালেনকে। আর চ্যাপম্যান হয়েছেন রান আউটের শিকার।

একের পর এক উইকেট পড়লেও এক প্রান্ত ধরে রেখে খেলছিলেন ওপেনার ফিন অ্যালেন। শেষ পর্যন্ত তাকেও সাজঘরে পাঠান শরিফুল। ৩১ বলে ৩৮ রান করে সরাসরি বোল্ড হয়ে বিদায় নেন কিউই ওপেনার। সে সময় অসম্ভব এক জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে এরপরের ধাক্কা সহজেই সামলান জেমস নিশাম ও মিচেল স্যান্টনার। দুজনের ৩৭ বলে অপরাজিত ৪৬ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় কিউইদের হাতে। এরপরই আসে বৃষ্টি।

বৃষ্টি পরে আর না থামায় ডিএলএস মেথডে এগিয়ে থাকায় ১৭ রানের জয় পায় নিউজিল্যান্ড।

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে সিরিজে প্রথমবারের মতো ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে চলতি বছর শেষবারের মতো নামা টাইগারদের অবশ্য শুরুটা ভালো ছিল ব্যাটিংয়ে নেমে দারুণ এক চারে রানের খাতা খোলেন ওপেনার সৌম্য সরকার। তাতে আশায় বুক বাঁধে ক্রিকেট অনুরাগীরা। কিন্তু এরপরেই পথ হারানোর শুরু সেই সৌম্যকে দিয়েই। এরপর ক্রমেই টাইগারদের বিদায়ে বেড়েছে হতাশা। মিছিলে নাম লিখিয়েছেন আফিফ হোসেন, তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান ও শামিম হোসেন। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারের শিকারে পরিণত হয়েছেন চারজনই।

ছন্দে থাকা শান্তকে বিদায় করেছেন অ্যাডাম মিলনে। এরপর বেন সিয়ার্সের বলে সাজঘরে ফিরেছেন রনি তালুকদার। তার ব্যাট থেকে আসে ১০ রান। আফিফ ফিরেন ১৪ করে। শরীরের অনেক বাইরের বল খেলার চেষ্টা করতে গিয়ে উইকেটকিপারের হাতে ধরা পড়েন হৃদয়। তাতে ১৮ বলে ২ চারে ১৬ রানেই বিদায় নেন তিনি। মেহেদী ও শামিম যথাক্রমে ৪ ও ৯ রান করে সাজঘরে ফেরেন।

শেষ দিকের ব্যাটারদের কল্যাণে বাংলাদেশের সংগ্রহ ১০০ পেরোয়। কিউইদের পক্ষে অধিনায়ক মিচেল স্যান্টনার সর্বোচ্চ ৪টি উইকেট নেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান আসে অধিনায়ক শান্তর ব্যাট থেকে ১৭।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য অঞ্চলকে অশান্ত করে খোয়াব পূরণ হবে না : জাগপা

‘আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়’

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কয়ার দুর্গা উৎসব

অবশেষে মুখ খুললেন আরিয়ান খান

৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নিয়ে কী বলছে মাউশি

গণভবন কখনোই প্রধানমন্ত্রীর বাসভবন ছিল না : উপ প্রেস সচিব

ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি বাধা / ইউরোপের বিভিন্ন দেশে সহিংস বিক্ষোভ

বিশ্বকাপে রেকর্ডের বৃষ্টি তুলে প্রোটিয়াদের উড়িয়ে দিল ইংল্যান্ড

১০০ আসন ছেড়ে দিতে পারে জামায়াত : গোলাম পরওয়ার

জুলাই সনদের আইনিভিত্তি দেওয়া না হলে সাংবিধানিক সংকট তৈরি হবে : ড. আযাদ

১০

দেশের অগ্রগতির জন্য নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ : খোকন

১১

মুলাদীর সাবেক পৌর মেয়র রুবেল কারাগারে

১২

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

১৩

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ 

১৪

বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে লাভ হবে না : মাহবুবুর রহমান

১৫

ইসলামকে ক্ষমতায় নিতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : চরমোনাই পীর

১৬

নির্বাচন নিয়ে ধর্ম ব্যবসায়ী একটি দল বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস 

১৭

শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

১৮

তারুণ্যের শক্তিই দেশে পরিবর্তনের প্রধান চালিকাশক্তি : জুয়েল

১৯

জাতিসংঘ সভাপতির পদে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের

২০
X