চোটে চোটে সময়টা মোটেও ভালো যাচ্ছে না তামিম ইকবালের। সিরিজের পর সিরিজ চোটের জন্য অনিয়মিত হয়ে পড়ছেন ওয়ানডে অধিনায়ক। তার ওপর ওয়ানডে সিরিজ শুরুর আগে চোট পুরোপুরি সেরে না উঠলেও খেলার ঘোষণা দেন তিনি। এতেই চটেছেন বিসিবি সভাপতি থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের কর্মকর্তারা।
গতকাল প্রথম ওয়ানডে ম্যাচেও রান করতে ব্যর্থ হন তামিন। ১৩ রান করে দলকে চাপের মুখে ফেলে সাজঘরে ফেরেন তিনি। তার ফিটনেস, চোট ও পারফরম্যান্স নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। এসবের মাঝে হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক দিলেন তামিম। ব্যক্তিগত উদ্যোগে দুপুর ১২টায় গণমাধ্যমের মুখোমুখি হতে চাচ্ছেন তামিম। ঠিক কী নিয়ে সংবাদ সম্মেলন, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সিরিজের বাকি দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেবেন তামিম।
২০২২ সালে চট্টগ্রামে এমন এক সংবাদ সম্মেলন করেছিলেন তামিম। বিপিএলের মাঝপথে জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণ থেকে সাময়িক অবসরের কথা জানান তিনি। পরে আর ফেরেননি তিনি। এবারও সে রকম কিছু হবে কিনা, তা ভাবছেন চট্টগ্রামে থাকা সাংবাদিক অনেকেই।
মন্তব্য করুন