বিপিএল ২০২৪ আসরে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সিলেট পর্বে টানা দুই ম্যাচ জয় পাওয়া তামিম বাহিনীকে ১৪৬ রানের টার্গেট দিয়েছে শুভাগত হোমের দল।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম। টম ব্রুস দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন।
টস হেরে ব্যাটিং করতে নেমে ভালো সূচনা পায় চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ৩৯ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও অস্ট্রেলিয়ার জস ব্রাউন। ১৯ বলে মাত্র ১০ রান করে ফিরে যান তানজিদ তামিম। ব্রাউন ২৩ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শাহাদাত দিপু ও নজিবুল্লাহ জাদরানও এদিন নামের প্রতি সুবিচার করতে পারেনি। দুজন যথাক্রমে ১৫ ও ৪ রানে পাকিস্তানি রিক্রুট মোহাম্মদ ইমরানের শিকারে পরিণত হন।
সৈকত আলিও বেশিক্ষণ টিকতে পারেননি। একটি ছয়ের সাহায্যে ১১ রান করে আব্বাস আফ্রিদির বলে আউট হন ডানহাতি ব্যাটার। কিউই ক্রিকেটার টম ব্রুস একাই চ্যালেঞ্জার্সকে সম্মানজনক স্থানে পৌঁছে দেন। ৪০ বলের ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটারা। মোহাম্মদ ইমরান ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।
মন্তব্য করুন