দীর্ঘ ১৫ মাস পর নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরেছেন ট্রেন্ট বোল্ট। গত আগস্টে ওয়ানডে দলেও ফিরেছিলেন এই বাঁহাতি পেসার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই অভিজ্ঞ বোলারকে দলে ফিরিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর বেলা ১৪ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। টেন্ট বোল্ট ফিরলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে বিশ্রামে থাকবেন কেইন উইলিয়ামসন।
আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের জন্য ১৫ মাস আবারও ফেরানো হয়েছে বোল্টকে। তবে সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি দেওয়া হয়েচে উইলিয়ামসনকে। তৃতীয়বারের মতো পিতা হবেন কিউই অধিনায়ক। তার পরিবর্তে অজিদের বিপক্ষে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল স্যান্টনার।
The KFC T20 Series against Australia starts next Wednesday at Wellington's Sky Stadium! Read more | https://t.co/CGlLujQ01E #NZvAUS pic.twitter.com/rRhjLojbZm— BLACKCAPS (@BLACKCAPS) February 13, 2024
উইলিয়ামসন ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকছেন না ড্যারিল মিচেল। ব্ল্যাক ক্যাপসদের এই দুজন প্রধান খেলোয়াড় ছাড়াও স্কোয়াডে রাখা হয়নি সদ্য ইনজুরি থেকে সেরে ওঠা অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে। এমনকি বাংলাদেশে বিপিএল খেলতে আসায় দলে জিমি নিশামকেও রাখেনি নিউজিল্যান্ড ক্রিকেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে প্রথমবার ডাক পেয়েছেন জশ ক্লাকর্সন। বাংলাদেশ সফরে ওয়ানডেতে অভিষেক হয়েছিল ২৭ বছর বয়সী অলরাউন্ডারের।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, রাচিন রবীন্দ্র, জশ ক্লার্কসন, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, টিম সাইফার্ট (উইকেটকিপার), ইশ সোধি ও লুকি ফার্গুসন।
মন্তব্য করুন