চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে ফিল্ডিংয়ে দারুন সূচনা করেছে বাংলাদেশ দল। আফগানদের দলীয় রান ১৫ যাওয়ার আগেই তিন উইকেট শিকার বাংলাদেশের পেসারদের। ৯ ওভার শেষে আফগানদের সংগ্রহ ৪ উইকেটে ১৬ রান।
মুস্তাফিজুর রহমানের পরিবর্তে দলে আসা শরীফুল ইসলাম নিজের করা দ্বিতীয় ওভারেই নিয়েছেন দুই উইকেট। পরে নিজের পঞ্চম ওভারে এসে ফেরত পাঠান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। এরআগে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে সবচেয়ে ভোগানো গুরবাজকে দলীয় ১৪ রানে ফেরত পাঠিয়েছেন তাসকিন আহমেদ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং সতর্ক শুরু করেছিলেন দুই আফগান ওপেনার। প্রথম ওভারেও শরীফুল ওভার দ্য উইকেট থেকে অফ স্টাম্পের বাইরে থেকে বের করে নিচ্ছিলেন বল। এবার সে ফাঁদেই পা দিলেন ইব্রাহিম জাদরান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শরীর থেকে দূরে ব্যাট চালিয়ে খোঁচা দিয়েছেন, উইকেটের পেছনে বাকি কাজটা সহজেই সেরেছেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে ২৫৬ রান তোলা ওপেনিং জুটি আজ তৃতীয় ওভারের প্রথম বলেই ভাঙল ৩ রানে।
নতুন ব্যাটার রহমত শাহ টিকলেন মাত্র চার বল। তিনিও শরীফুলের শিকার। শুরু থেকেই অস্বস্তিতে থাকা রহমত শাহ ঠিকঠাক খেলতে পারেননি কোন বল। শর্ট অব লেংথ বলটি পিচ করে বাড়তি একটু লাফিয়ে বেরিয়ে যাচ্ছিল অফ স্টাম্পের বাইরে দিয়ে। রহমত একদম পজিশনেই যাওয়ার আগেই ব্যাটের কানায় লেগে বল আবার কিপার মুশফিকের গ্লাভসে।
মন্তব্য করুন