ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৭:৩২ পিএম
আপডেট : ১১ জুলাই ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের উড়িয়ে সান্ত্বনার জয় বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টানা দুই ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছিল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে ছিল বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। সেই কাজটি বেশ দাপটের সঙ্গে করেছে টাইগাররা। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়েছে লিটন শিবির। বাংলাদেশ জিতেছে সাত উইকেটের ব্যবধানে। বাংলাদেশ সান্ত্বনার জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ জয়ের আনন্দে মাতে আফগানরা।

চট্টগ্রামের সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে মাত্র ১২৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। স্বল্প লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই মোহাম্মাদ নাঈমকে বোল্ড করেন ফজল হক ফারুকি।

ওয়ান ডাউনে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন শান্ত। তবে তিনিও বেশি সময় ক্রিজে টিকতে পারেনি। দুই চারের সাহায্যে ১৫ বলে ১১ রান করে সাজঘরে ফিরেন। এবারও বাংলাদেশ শিবিরে আঘাত হানেন আফগান পেসার ফারুকি। ২৮ রানে দুই উইকেট হারানোর পর সাকিব আল হাসানের সঙ্গে অধিনায়ক লিটন দাস ৬১ রানের পার্টনারশিপ গড়েন। দুর্দান্ত খেলতে থাকা সাকিব মোহাম্মদ নবীর বলে সাহিদির দারুণ ক্যাচে ৩৬ রান করে আউট হন।

তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে অপরাজিত ৪০ রানের জুটি গড়ে সাত উইকেটের জয় নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ক্যারিয়ারের নবম ফিফটি তুলে ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া হৃদয় ২২ রানে অপরাজিত থাকেন।

আফগানিস্তানের হয়ে ফারুকি ২টি, মোহাম্মদ নবী ১টি উইকেট সংগ্রহ করেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন আফগানিস্তানের ব্যাটাররা। দলীয় ১৫ রানের মধ্যেই তিন উইকেট তুলে নেন টাইগার পেসাররা। প্রথম পাওয়ার প্লেতে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ২১ রান তুলতে সক্ষম হয় আগেই সিরিজ নিশ্চিত করা আফগানিস্তান।

সাগরিকায় শুরু থেকেই সতর্ক ব্যাটিং শুরু করেন দুই আফগান ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে সহজ ক্যাচ দিয়ে ফেরেন। ওয়ান ডাউনে নামা রহমত শাহও উইকেট কিপার মুশফিকের গ্লাভসে তালুবন্দি হন। আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান রহমানউল্লাহ গুরবাজও ফিরে যান তাসকিনের শিকার হয়ে।

অধিনায়ক হাসমাতুল্লাহ সাহিদি ও নজিবুল্লাহ জাদরানকে নিয়ে বিপদ থেকে দলকে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু দলীয় ৩২ রানে ব্যক্তিগত ১০ রানে আউট হন নজিবুল্লাহ। ২২ রান করে স্পিনার তাইজুলের শিকার হয়ে ফিরে যান আফগান দলপতি।

একপ্রান্ত আগলে রেখে অসাধারণ ব্যাটিং শৈলী প্রদর্শন করে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন আজমতউল্লাহ ওমরজাই। সর্বোচ্চ ৫৬ রানে তাসকিনের বলে আউট হওয়ার আগে দলকে ভরাডুবির হাত থেকে রক্ষা করেন।

বাংলাদেশের শরীফুল ইসলাম ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। এ ছাড়া তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম ২টি এবং সাকিব ও মিরাজ ১টি করে উইকেট নেন। বাংলাদেশের শরীফুল ইসলাম ম্যাচসেরা এবং আফগানিস্তানের ফজল হক ফারুকী সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেটে দু’দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১০

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১১

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১২

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৩

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৪

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৫

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৬

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৭

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৮

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

১৯

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করলে কি কবরে আজাব হয়?

২০
X