বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। যদিও শুরুতে পিছিয়ে ছিল তারা। তামিম ইকবালের দুর্দান্ত ফর্ম আর দলীয় পারফরম্যান্সে শিরোপা জয়ের মঞ্চে বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ারে শক্তিশালী রংপুর রাইডার্সকে উড়িয়ে দেয় তামিমের দল। যদিও নিলামের পর বুড়োদের দল বলে সমালোচিত হয় বরিশাল। এদিকে দশম আসরের ফাইনাল নিশ্চিত করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল। ফাইনালে উঠে স্ত্রীকে দেওয়া কথা রেখেছেন তামিম, এমন তথ্য উঠে আসে আয়েশার পোস্টে। বুধবার রাতে ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাসে তামিমপত্নী লেখেন, ‘তামিম, তুমি টুর্নামেন্ট শুরুর আগেই বলেছিলে আমরা ফাইনাল খেলব। তুমি তোমার কথা রেখেছ। অসাধারণ দলীয় প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ! এদিকে সামাজিকযোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম নিজেও পোস্ট করেছেন। ভাইরাল হওয়া সেই পোস্টে দেখা যায় দলের উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘মনুরা কেমন আছো?’ নেতৃত্বের গুণে বরিশালকে ফাইনালে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন তামিম। ১৪ ইনিংসে তার মোট ৪৫৩। এতে তিনি আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার সবার ওপরে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলবে ফরচুন বরিশাল। ১ ফেব্রুয়ারি শুক্রবার শিরোপা জয়ের মঞ্চে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ফাইনাল খেলে বরিশাল। সেবার রোমাঞ্চকর ম্যাচে কুমিল্লার কাছে মাত্র ১ রানে হেরে মাত্র ১ রানে শিরোপা বঞ্চিত হয়ছিল তারা।
মন্তব্য করুন