স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

হোম কন্ডিশনের সুবিধা নিয়ে অজিদের হারাতে চায় টাইগ্রেসরা

সংবাদ সম্মেলনে কথা বলছেন জ্যোতি। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে কথা বলছেন জ্যোতি। ছবি : সংগৃহীত

যে কোনো কন্ডিশন বিবেচনায় অস্ট্রেলিয়া বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ। সেই হিসেবে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে নিগার সুলতানা জ্যোতিদের ওয়ানডে সিরিজকে বাংলাদেশ নারী দলের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় বললে ভুল হবে না। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শের-ই-বাংলায় প্রথম ওয়ানডের আগে বুধবার (২০ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে হতে যাওয়া এই সিরিজ বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় দ্বিপক্ষীয় সিরিজও বটে। বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে অকপটে তাই স্বীকার করলেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত অবশ্যই (সবচেয়ে বড় সিরিজ)। তারা বিশ্বের অন্যতম ভালো দল। বিশ্ব চ্যাম্পিয়ন দল। তাদের বিপক্ষে খেলা আমাদের দলের জন্য অনেক বড় অভিজ্ঞতা হবে।’

এদিকে এই বছরের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন নিগার-সাবিনারা। বিশ্বকাপের বছর বলেই অস্ট্রেলিয়াও সিরিজটিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। পূর্ণ শক্তির দল নিয়েই সিরিজ খেলতে এসেছে। নিগার বলেন, ‘ছয়-সাত মাস আমরা যেমন ক্রিকেট খেলে এসেছি, তারাও আমাদের হালকাভাবে নিচ্ছে না, ওদের স্কোয়াড দেখেও তা বোঝা গেছে। বিশ্বকাপও এখানে হবে। সব মিলিয়ে সম্প্রতি যতগুলো সিরিজ খেলেছি; ভারত বলেন, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা— সবাই ভালো দল।’

বাংলাদেশের নারীরা অবশ্য ছন্দে থাকা অবস্থায় হোম কন্ডিশনে অস্ট্রেলিয়াকে পাচ্ছেন। গত বছর ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ ড্র করেছে বাংলাদেশ। পাকিস্তানকে সিরিজে হারিয়েছে। বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সিরিজের আগে সে ধারাবাহিকতাই বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলছে। আর এই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই অজিদের হারাতে চায় বাঘিনীরা।

অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে বাংলাদেশ কোথায় এগিয়ে থাকবে এমন প্রশ্নে জ্যোতি বলেন, ‘প্রথমত হচ্ছে হোম কন্ডিশন, আমার মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা। তারা কখনোই তো খেলেনাই এখানে, রিসেন্টলি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে। তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার উইকেট সেমই থাকে। তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে।’

এ ছাড়াও বাংলাদেশের জন্য এই সিরিজে আরেকটি গুরুত্বের জায়গা হলো অস্ট্রেলিয়া সিরিজের ওয়ানডে ম্যাচগুলো উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। পরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে হলে পয়েন্ট তালিকার শীর্ষ ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। ১৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ৭ নম্বরে। সেদিক থেকে চিন্তা করলেও অস্ট্রেলিয়া সিরিজে জয় দরকার বাংলাদেশের, ‘সিরিজটি আইসিসি চক্রের (উইমেনস চ্যাম্পিয়নশিপ) ভেতরে। প্রতিটি পয়েন্টই তাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হোক অস্ট্রেলিয়া, ভারত বা অন্য যে কোনো দল। আমরা চাই, বিশ্বকাপের জন্য যেন বাছাইপর্ব খেলতে না হয়। সবার মনোযোগ এখন এটাতেই বেশি। যেন আমরা যত বেশি পয়েন্ট নিতে পারি।’

তবে বাংলাদেশের নারীরা অজিদের কাছ থেকে পয়েন্টি নিতে পারে কি না তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামীকালের ম্যাচ পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

যে দুর্গম এলাকায় র‌্যাবের ওপর হামলা করে সন্ত্রাসীরা

ফের মা হচ্ছেন বুবলী? গুঞ্জনের জবাবে নায়িকার ‘রহস্য’

২০ লাখ টাকা চাঁদা দাবি, এনসিপি নেতাসহ আটক ৩

নির্বাচন সুষ্ঠু করার প্রচেষ্টা চলছে : শিল্প উপদেষ্টা

বিমানবন্দর ও গুলশান-বনানীতে হর্ন বাজালেই কঠোর ব্যবস্থা ডিএমপির

চট্টগ্রামকে শিক্ষাবান্ধব নগরী গড়তে মেয়র শিক্ষাবৃত্তি অব্যাহত থাকবে : ডা. শাহাদাত

শাবিপ্রবিতে ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

১০

কারাগারে গ্যাং সদস্যদের সহিংসতা, জরুরি অবস্থা জারি

১১

চৌদ্দগ্রামে নির্বাচনী অফিস পুড়িয়ে দেওয়ায় ডা. তাহেরের নিন্দা ও প্রতিবাদ 

১২

ফেসবুকে ভাইরাল ছবি নিয়ে ক্ষুব্ধ হাসান মাসুদ

১৩

স্বেচ্ছাসেবক দলে বহিষ্কারাদেশ প্রত্যাহার, একাধিক নেতা পুনর্বহাল

১৪

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

১৫

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত

১৬

বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৫০ নেতাকর্মী

১৭

জাবির বরখাস্ত হওয়া নিয়ে যা বললেন এমবাপ্পে

১৮

পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকরের তারিখ চূড়ান্ত

১৯

সানওয়ে-জেজি হেলথকেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

২০
X