রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার নারী দলের ওয়ানডে সিরিজ। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি হয়েছে অনাকাঙ্ক্ষিত রেকর্ডও। এমন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড করেছেন বাংলাদেশের স্পিনার ফাহিমা খাতুন।
ডানহাতি এই স্পিনারের করা শেষ ওভারে এসেছে নারী ওয়ানডে ক্রিকেটের রেকর্ড ২৯ রান। ৪ ছক্কা ও ১ চারে শেষ ওভারে ২৮ রান তুলেছেন অজি ব্যাটার অ্যালানা কিং। তিনি ৩১ বলে ৪৬ রানের ক্যামিও ইনিংসে খেলেন। এ ছাড়া ৭৬ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন অ্যানাবেল সাদারল্যান্ড। অষ্টম উইকেটে কিংয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ৬৭ রানের রেকর্ড জুটি গড়েন সাদারল্যান্ড।
এ ম্যাচে নতুন রেকর্ড গড়ছেন অস্ট্রেলিয়া তারকা ব্যাটার এলিস পেরি। অ্যালেক্স ব্ল্যাকওয়েলকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার নতুন রেকর্ড গড়েছেন এই অলরাউন্ডার।
অজি ব্যাটার গার্ডনারকে সাজঘরে ফিরে রেকর্ড বুকে নাম তুলেছেন বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তার। বর্তমানে ওয়ানডেতে টাইগ্রেসদের সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি এই স্পিনার। এ ম্যাচ তিনে টপকে গেছেন সালমা খাতুনের (৫২) উইকেটকে।
শেষ ওভারে গিয়ে হয় ফাহিমার অনাকাঙ্ক্ষিত রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবঙ্গো খাকার ১ ওভারে ২৮ রান তুলেছিলেন ভারতের হারমানপ্রীত কৌর ও স্মৃতি মান্ধানা। এবার সাদারল্যান্ড এবং কিং মিলে ফাহিমার ওভারে তুলেন ২৯ রান, যা নারী ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে খরুচে ওভার।
মন্তব্য করুন