শুরুর বিপর্যয় কাটিয়ে বাংলাদেশকে ২১৪ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া নারী দল। এই লক্ষ্য তাড়া করতে পারলেই রক্ষা হতো ইতিহাস। তবে খেলার বর্তমান চিত্র বলছে ভিন্ন কথা। পরিসংখ্যানও কথা বলছে নিগার সুলনাতা জ্যোতিদের বিপক্ষে। এর আগে ২১০ রানের বেশি তাড়া করে ওয়ানডে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। ফলে অজিদের দেওয়া লক্ষ্য সফলভাবে তাড়া করতে পারলে হবে নতুন রেকর্ড।
মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ফারজানা হক পিংকি। মেগান শুটের ইনসুইং ডেলিভারিতে পরাস্ত হন ওয়ানডেতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান। উইকেটের পেছনে হিলির ক্যাচে পরিণত হন তিনি। বোলিংয়ে এসেই মুর্শিদা খাতুনকে আউট করেন অ্যাশলে গার্ডনার। ২ চারে ২৪ বলে ১০ রান করা বাঁহাতি এ ওপেনার স্লিপে ধরা পড়েন বেথ মুনির হাতে। ২১ রানে ২ উইকেট হারিয়ে ম্যাচ কঠিন করে তুললেন ব্যাটাররা।
দ্রুত সাজঘরে ফেরেন শবনম মুস্তারি (১৭), ফাহিমা খাতুন (১), রিতু মনি (১) এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৭)। এদের মধ্যে ফাহিমা, রিতু ও জ্যোতি রান আউট হন। এতে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগ্রেসরা।
মন্তব্য করুন