স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১২:৩১ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

মাদুস্কার ফিফটিতে প্রথম সেশনে লঙ্কানদের রাজত্ব

নিশান মাদুস্কার ব্যাটে উড়ছে লঙ্কানরা। ছবি : সংগৃহীত
নিশান মাদুস্কার ব্যাটে উড়ছে লঙ্কানরা। ছবি : সংগৃহীত

সফরকারী লঙ্কানদের বিপক্ষে সিলেটের প্রথম টেস্টে ভরাডুবির পর চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই। সেই লক্ষ্যে অবশ্য শুরুটা ঠিক জুতসই হয়নি স্বাগতিকদের। চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নির্বিষ পিচে অনেকটা হেসেখেলেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন পার করছে ধনঞ্জয় ডি সিলভার দল।

শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে শক্ত অবস্থানে সফরকারী লঙ্কানরা। দিনের প্রথম সেশনের ২৭ ওভারের খেলা শেষে বিনা উইকেটে ৮৮ রান করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ওপেনার নিশান মাদুস্কা ৫৫ এবং আরেক ওপেনার দিমুথ করুনারত্নে ৩৩ রানে অপরাজিত আছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্য কিছু নেই। এ রকম কন্ডিশনে স্বাভাবিকভাবেই টস জিতে ব্যাটিং নেওয়ার বিকল্প নেই। এ রকম দিনেই টস বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্তর টস ভাগ্য সহায় হয়নি। যেখানে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে রানের চাপে ফেলার কথা স্বাগতিকদের সেখানে উল্টো লঙ্কানদের রান পাহাড় তৈরি দেখতে হচ্ছে স্বাগতিকদের ।

দিনের প্রথম সেশন অবশ্য বাংলাদেশকে যে একেবারেই শ্রীলঙ্কা সুযোগ দেয়নি তা কিন্তু নয়। দুই ওপেনার নিশান মাদুস্কা ও দিমুথ করুনারত্নে দুই ওপেনারই সুযোগ দিয়েছিলেন তবে বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতার সৌজন্যে ২৭ ওভারে ৮৮ রান তুলে প্রথম সেশনের খেলা শেষ করে শ্রীলঙ্কা।

প্রথম সেশনে সুযোগ হাতছাড়ার মধ্যে অবশ্য ক্যাচ ছাড়াও রান আউটের সুযোগও হাতছাড়া করেছে বাংলাদেশ। যে কারণে আজকের ম্যাচে অভিষিক্ত হাসান মাহমুদ ভালো বোলিং করেও উইকেটশূন্যই থেকে গেছেন । টেস্ট অভিষেকে হাসান মাহমুদ ছিলেন প্রথম সেশনে বাংলাদেশের সেরা বোলার। সবচেয়ে বেশি সুযোগ সৃষ্টি করেছেন এই ডানহাতি পেসার। তার বোলিংয়ে ইনিংসের ষষ্ঠ ওভারে দ্বিতীয় স্লিপে ম্যাচ তোলেন মাদুস্কা। তখন তিনি খেলছিলেন ৯ রানে। কিন্তু মাহমুদুল হাসান জয় সহজ ক্যাচ ছেড়েছেন। ২২তম ওভারে হাসানের বাউন্সারে ফাইন লেগে ক্যাচ তোলেন করুনারত্নে। কিন্তু সাকিব ক্যাচটি ধরতে পারেননি। তখন করুনারত্নে ২২ রানে খেলছিলেন।

করুনারত্নেকে সরাসরি থ্রোতে রান আউট করার সুযোগ হাতছাড়া করেছেন মেহেদী হাসান মিরাজও। বল হাতেও খুব একটা কার্যকরী মনে হয়নি মিরাজকে। শুধু মিরাজ নন, সাকিব ও তাইজুল ইসলামকেও নির্বিষ মনে হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

একমাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছনতা অভিযান

১০

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১১

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১২

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৩

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৪

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৫

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

১৬

রেবতী মহাজন বাড়ির বিজয়া সম্মিলনী

১৭

জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর : আমিনুল হক

১৮

এভারেস্ট বেজ ক‍্যাম্প সামিট ৮ বাংলাদেশির

১৯

তারেক রহমানের ৩১ দফায় দেশের উন্নয়নের কর্মপরিকল্পনা : আবু বকর সিদ্দিক

২০
X