সফরকারী লঙ্কানদের বিপক্ষে সিলেটের প্রথম টেস্টে ভরাডুবির পর চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সামনে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই। সেই লক্ষ্যে অবশ্য শুরুটা ঠিক জুতসই হয়নি স্বাগতিকদের। চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নির্বিষ পিচে অনেকটা হেসেখেলেই দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন পার করছে ধনঞ্জয় ডি সিলভার দল।
শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে শক্ত অবস্থানে সফরকারী লঙ্কানরা। দিনের প্রথম সেশনের ২৭ ওভারের খেলা শেষে বিনা উইকেটে ৮৮ রান করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ওপেনার নিশান মাদুস্কা ৫৫ এবং আরেক ওপেনার দিমুথ করুনারত্নে ৩৩ রানে অপরাজিত আছেন।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে বোলারদের জন্য কিছু নেই। এ রকম কন্ডিশনে স্বাভাবিকভাবেই টস জিতে ব্যাটিং নেওয়ার বিকল্প নেই। এ রকম দিনেই টস বাংলাদেশ দলপতি নাজমুল হোসেন শান্তর টস ভাগ্য সহায় হয়নি। যেখানে কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে রানের চাপে ফেলার কথা স্বাগতিকদের সেখানে উল্টো লঙ্কানদের রান পাহাড় তৈরি দেখতে হচ্ছে স্বাগতিকদের ।
দিনের প্রথম সেশন অবশ্য বাংলাদেশকে যে একেবারেই শ্রীলঙ্কা সুযোগ দেয়নি তা কিন্তু নয়। দুই ওপেনার নিশান মাদুস্কা ও দিমুথ করুনারত্নে দুই ওপেনারই সুযোগ দিয়েছিলেন তবে বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতার সৌজন্যে ২৭ ওভারে ৮৮ রান তুলে প্রথম সেশনের খেলা শেষ করে শ্রীলঙ্কা।
প্রথম সেশনে সুযোগ হাতছাড়ার মধ্যে অবশ্য ক্যাচ ছাড়াও রান আউটের সুযোগও হাতছাড়া করেছে বাংলাদেশ। যে কারণে আজকের ম্যাচে অভিষিক্ত হাসান মাহমুদ ভালো বোলিং করেও উইকেটশূন্যই থেকে গেছেন । টেস্ট অভিষেকে হাসান মাহমুদ ছিলেন প্রথম সেশনে বাংলাদেশের সেরা বোলার। সবচেয়ে বেশি সুযোগ সৃষ্টি করেছেন এই ডানহাতি পেসার। তার বোলিংয়ে ইনিংসের ষষ্ঠ ওভারে দ্বিতীয় স্লিপে ম্যাচ তোলেন মাদুস্কা। তখন তিনি খেলছিলেন ৯ রানে। কিন্তু মাহমুদুল হাসান জয় সহজ ক্যাচ ছেড়েছেন। ২২তম ওভারে হাসানের বাউন্সারে ফাইন লেগে ক্যাচ তোলেন করুনারত্নে। কিন্তু সাকিব ক্যাচটি ধরতে পারেননি। তখন করুনারত্নে ২২ রানে খেলছিলেন।
করুনারত্নেকে সরাসরি থ্রোতে রান আউট করার সুযোগ হাতছাড়া করেছেন মেহেদী হাসান মিরাজও। বল হাতেও খুব একটা কার্যকরী মনে হয়নি মিরাজকে। শুধু মিরাজ নন, সাকিব ও তাইজুল ইসলামকেও নির্বিষ মনে হয়েছে।
মন্তব্য করুন