তিল তিল করে গড়ে তুলেছিলেন দলটা। দলটির সবগুলো সাফল্য এসেছে তার অধীনেই। চেন্নাই সুপার কিংসের সঙ্গে যৌথভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বোচ্চ ৫ শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ানস। কিন্তু বর্তমানে সেই দলে কিছুটা অবহেলিত রোহিত শর্মা।
এবার তাকে সরিয়ে দেওয়া হয় অধিনায়কত্ব থেকে। দায়িত্ব দেওয়া হয় হার্দিক পান্ডিয়াকে, যা ভালোভাবে নেয়নি দলটির সমর্থকরা। প্রথম ৩ ম্যাচের সবগুলোতে হেরে যায় মুম্বাই। প্রতি ম্যাচেই সমর্থকদের দুয়ো শুনছেন নতুন অধিনায়ক হার্দিক।
দায়িত্ব হারিয়ে কিছু মনোক্ষুণ্ন রোহিত। হার্দিকের নেতৃত্বে নিয়েও অসন্তুষ্ট তিনি। ড্রেসিংরুমে চিড় ধরেছে দুজনের সম্পর্কেও। দলের সঙ্গে থাকা এক ক্রিকেটারের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ টোয়েন্টিফোর।
এ ছাড়া গুঞ্জন রয়েছে আগামী মৌসুমে বদলাতে পারেন জার্সিও। আইপিএলের চলতি মৌসুম শেষে রোহিত শর্মা ছাড়তে পারেন মুম্বাই ইন্ডিয়ানস। যোগ দিতে পারেন নতুন কোনো ফ্র্যাঞ্চাইজিতে।
মুম্বাইয়ের সেই ক্রিকেটারের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, সিদ্ধান্ত গ্রহণ নিয়ে হার্দিকের সঙ্গে বেশ কয়েকবার তর্কে জড়ান রোহিত। এতে নষ্ট হচ্ছে মুম্বাইয়ের ড্রেসিংরুমের পরিবেশ।
হার দিয়ে চলতি মৌসুম শুরু করে মুম্বাই। এরপর আর হারের বৃত্ত থেকে বের হতে পারেনি দলটি। টানা ৩ ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
গণমাধ্যমটি আরও জানায় পরিবর্তন আসতে মুম্বাইয়ের নেতৃত্বে। ড্রেসিং রুমের পরিবেশ নিজের অনুকূলে আনতে বড়জোর ২টি ম্যাচ পাবেন হার্দিক পান্ডিয়া। এর মধ্যে পরিবর্তন না এলে অধিনায়কত্ব হারাবেন তিনি।
মন্তব্য করুন