যদি প্রশ্ন রাখা হয় বর্তমানে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার কে? এক বাক্যে সবাই স্বীকার করে নেবে যে ওই জনপ্রিয় ক্রিকেটার হলো বিরাট কোহলি। কোহলির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে- কোহলি খেললে ভারতের যে কোনো মাঠই ‘কোহলি, কোহলি’ ধ্বনিতে মুখরিত হয়ে পড়ে। এমন দৃশ্য দেখা গেল গতকালের আইপিএলের ম্যাচেও।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয় হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্স। ইস্কোরিং এই ম্যাচে দুইশর কাছাকাছি রান করেও হেরে যায় বেঙ্গালুরু। ৩৩টি চার আর ২৬টি ছক্কার ম্যাচে দর্শকরা নির্ঘাত খুশিই হয়েছিল।
তবে চার-ছক্কা ছাপিয়ে ম্যাচের একটি দৃশ্য মুগ্ধ করেছে সবাইকে। মুম্বাইয়ের ব্যাটিংয়ের সময়ে দর্শকদের সঙ্গে বিরাট কোহলির মজা করতে দেখা যায়। স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা স্লোগান দিতে শুরু করেন, ‘কোহলিকে বোলিং দাও… কোহলিকে বোলিং দাও…।’
Crowd cheering "Kohli Ko Bowling Do"....!!!! - The reaction from Kohli. pic.twitter.com/6ibU5bCivr — Johns. (@CricCrazyJohns) April 11, 2024
সেই সময় বিরাট কোহলি ছুটছিলেন বাউন্ডারি লাইনের দিকে। এই স্লোগান শুনে কোহলি হেসে ফেলেন এবং এই কাজ না করার জন্য তাদের কাছে কান ধরে ক্ষমা চাইতে শুরু করেন।
আসলে বিরাট কোহলি এই সময়ে বোলিং করতে চাইছিলেন না। সেই কারণেই তিনি এমনটা করেন। এই ভিডিওটি পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এদিন ৬ বোলারকে দিয়ে বোলিং করিয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবাই ইকোনমি ১০-এর উপরে রান খরচ করেন।
মন্তব্য করুন