স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখেই টাইগারদের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড ঘোষণা

বঙ্গমাতা স্টেডিয়ামে ফিটনেস ট্রেইনিংয়ে ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
বঙ্গমাতা স্টেডিয়ামে ফিটনেস ট্রেইনিংয়ে ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম ২০ দল লড়বে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। সেই বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মে মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শান্ত-রিশাদরা।

আগামী ৩ মে থেকে রোডেশিয়ানদের বিপক্ষে শুরু হওয়া এই পাঁচ ম্যাচের সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্বাভাবিক ভাবেই নাজমুল হোসেন শান্তই অধিনায়ক হিসেবে থাকছেন। প্রস্তুতি ক্যাম্পের এই স্কোয়াডে সম্ভাব্য সকল খেলোয়াড়কেই ডাকা হয়েছে। ডিপিএলে দারুণ খেলা ওপেনার পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন এই ক্যাম্পে। বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর অন্যতম কারিগর মোহাম্মদ সাইফউদ্দিনও জায়গা পেয়েছেন প্রাথমিক এই স্কোয়াডে।

এক সিরিজ পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবও। তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও মোহাম্মদ রিশাদ হোসেন ও ডাক পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে।

তবে ১৭ সদস্যের স্কোয়াডে চমকও রয়েছে। দলে নেই বাংলাদেশের টি-টোয়েন্টির অন্যতম বড় দুই নাম মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন মোস্তাফিজ। আগামী ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর দেশে ফেরার কথা রয়েছে এই বাঁহাতি পেস বোলার। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে অবস্থান করছেন।

এই দুই ক্রিকেটারের ব্যাপারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, ‘সাকিব এই মাসেই দেশে ফিরবে। ফিরে ডিপিএলে সুপার লিগের ১টা ম্যাচ খেলে জাতীয় দলের সাথে অনুশীলন ক্যাম্পে যোগ দিবে। ২৮ তারিখ দল ঘোষণা হলে জানা যাবে সাকিবকে বাংলাদেশ কয় ম্যাচের জন্য খেলাবে।’

অন্যদিকে মোস্তাফিজ আইপিএল থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুস্তাফিজ থাকছেন না বলে নিশ্চিত করা হয়েছে।

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো স্বৈরাচার আর যেন মাথা চাড়া না দেয় : টুকু

মধ্যরাতে পানি ছিটিয়ে সরানো হলো অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের

পাচার হওয়া অর্থ ফেরত ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবে সরকার

টিউলিপের পদত্যাগপত্রের জবাবে কী লিখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

পদত্যাগপত্রে যা লিখেছেন টিউলিপ সিদ্দিক 

আন্দোলনে হামলার ঘটনায় যুবদল নেতা গ্রেপ্তার

স্কোপাস ইনডেক্স জার্নালের ভিত্তিতে বাকৃবির সেরা দশ গবেষক

নোয়াখালীতে অস্ত্রসহ যুবলীগ নেতা রাহুল গ্রেপ্তার

নাকুগাঁও স্থলবন্দরে এইচএমপিভি প্রতিরোধে নেই সতর্কতা

১০

বগুড়ায় নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

১১

মৌলভীবাজারে বেলি রাস উৎসব

১২

পায়ে হেঁটে দেড়শো কিলোমিটার পরিভ্রমণ করবে জবি রোভার স্কাউট 

১৩

দেড় দশক পর আখাউড়া বিএনপির কমিটি ঘোষণা

১৪

আটকের পর সাবেক ছাত্রদল নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

১৫

‘গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই ছাত্র-জনতার বিপ্লব সফল হবে’

১৬

পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

১৭

৯০ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

১৮

প্রকাশিত সংবাদের প্রতিবাদ 

১৯

উপবৃত্তি ও মিড ডে মিল পাবে ইবতেদায়ির শিক্ষার্থীরা

২০
X