সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

চমক রেখেই টাইগারদের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড ঘোষণা

বঙ্গমাতা স্টেডিয়ামে ফিটনেস ট্রেইনিংয়ে ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
বঙ্গমাতা স্টেডিয়ামে ফিটনেস ট্রেইনিংয়ে ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারই প্রথম ২০ দল লড়বে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। সেই বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতির জন্য জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। মে মাসের শুরুতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শান্ত-রিশাদরা।

আগামী ৩ মে থেকে রোডেশিয়ানদের বিপক্ষে শুরু হওয়া এই পাঁচ ম্যাচের সিরিজের প্রস্তুতি ক্যাম্পের জন্য ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্বাভাবিক ভাবেই নাজমুল হোসেন শান্তই অধিনায়ক হিসেবে থাকছেন। প্রস্তুতি ক্যাম্পের এই স্কোয়াডে সম্ভাব্য সকল খেলোয়াড়কেই ডাকা হয়েছে। ডিপিএলে দারুণ খেলা ওপেনার পারভেজ হোসেন ইমন সুযোগ পেয়েছেন এই ক্যাম্পে। বিপিএলে ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর অন্যতম কারিগর মোহাম্মদ সাইফউদ্দিনও জায়গা পেয়েছেন প্রাথমিক এই স্কোয়াডে।

এক সিরিজ পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবও। তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও মোহাম্মদ রিশাদ হোসেন ও ডাক পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে।

তবে ১৭ সদস্যের স্কোয়াডে চমকও রয়েছে। দলে নেই বাংলাদেশের টি-টোয়েন্টির অন্যতম বড় দুই নাম মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। বর্তমানে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে ভারতে অবস্থান করছেন মোস্তাফিজ। আগামী ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পর দেশে ফেরার কথা রয়েছে এই বাঁহাতি পেস বোলার। অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে অবস্থান করছেন।

এই দুই ক্রিকেটারের ব্যাপারে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, ‘সাকিব এই মাসেই দেশে ফিরবে। ফিরে ডিপিএলে সুপার লিগের ১টা ম্যাচ খেলে জাতীয় দলের সাথে অনুশীলন ক্যাম্পে যোগ দিবে। ২৮ তারিখ দল ঘোষণা হলে জানা যাবে সাকিবকে বাংলাদেশ কয় ম্যাচের জন্য খেলাবে।’

অন্যদিকে মোস্তাফিজ আইপিএল থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন। তবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুস্তাফিজ থাকছেন না বলে নিশ্চিত করা হয়েছে।

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তসলিমা নাসরিনসহ দুজনের বিরুদ্ধে মামলা

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ

২১ জানুয়ারির মধ্যেই ঠিক হবে বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য

এশিয়ান টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

নাহিদ ইসলাম ও নাসীরউদ্দীন পাটোয়ারীর শোকজের জবাব দিল এনসিপি

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত চট্টগ্রাম : নোমান

৩৭ বছর পর নিউজিল্যান্ডের ‘ভারত’ জয়

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত

১৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করল ডিএনসিসি

১০

রাউজান-রাঙ্গুনিয়ার অগ্নিকাণ্ড ষড়যন্ত্র উন্মোচনে পুরস্কৃত পুলিশ কর্মকর্তারা

১১

বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে : ডা. শাহাদাত

১২

নির্বাচনে দলীয় প্রার্থীদের ৭ দফা নির্দেশনা বিএনপির

১৩

ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ : ইশরাক হোসেন

১৪

পুরস্কার ভাগাভাগি নিয়ে মাচাদোকে নোবেল ফাউন্ডেশনের বার্তা

১৫

নারী ক্ষমতায়িত হলে জাতির ভবিষ্যৎ বদলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : জাইমা রহমান

১৬

জম্মু কাশ্মীরে গোলাগুলি, ভারতের ৭ সেনা আহত

১৭

নাসীরুদ্দীন পাটোয়ারীকে শোকজ, ইসির কড়া বার্তা

১৮

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে কঠিন সিদ্ধান্ত জানাল পাকিস্তান

১৯

মধ্যপ্রাচ্যের এক ঘাঁটি থেকে সম্পূর্ণরূপে মার্কিন সেনা প্রত্যাহার

২০
X