স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-মোস্তাফিজ ফেরায় যেমন হবে টাইগারদের একাদশ

মোস্তাফিজ (বাঁয়ে), শান্ত ও হাথুরুসিংহে (মাঝে) ও সাকিব। ছবি : সংগৃহীত
মোস্তাফিজ (বাঁয়ে), শান্ত ও হাথুরুসিংহে (মাঝে) ও সাকিব। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জন্য জিম্বাবুয়েকে ডেকে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি জিতে এরই মধ্যে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

এরপরও বাকি দুই ম্যাচের জন্য স্কোয়াডের শক্তি বাড়িয়েছে জাতীয় দলের নির্বাচকরা। এতে ফেরানো হয় সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে। আর তাতে না খেলেই বাদ পড়েন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন।

চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে বেঞ্চে থাকা ক্রিকেটারদের বাজিয়ে দেখবে চাইবে টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। একাধিক পরিবর্তন আসতে পারে এ ম্যাচের একাদশে। অন্তত দুটি পরিবর্তন নিশ্চিত। সব কিছু ঠিক থাকলে একাদশে ফিরবেন সাকিব ও মোস্তাফিজ।

বছরজুড়ে রান খরায় ভুগতে থাকা লিটন কুমার দাসকে আরও সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। প্রথম তিন ম্যাচে ভালো পারফরম্যান্স করার পরও সৌম্য সরকারকে জায়গা করে দিতে বেঞ্চে বসতে হতে পারে ওপেনার তানজিদ হাসান তামিমকে।

সুতরাং ওপেনিং লিটনের সঙ্গী হতে পারেন চোট কাটিয়ে দলে ফেরা সৌম্য। তিনে যথারীতি খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে নিজের ছায়া হয়ে আছেন তিনি। তাই তো নেতৃত্বের পাশাপাশি ফর্মে ফিরতে ব্যাটিংয়েও বড় দায়িত্ব পালন করতে হবে বাঁহাতি এই ব্যাটারকে।

চারে দেখা যাবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাকিবকে। ফলে দুর্দান্ত ছন্দে থাকা তাওহীদ হৃদয়কে নেমে যেতে হবে পাঁচে। বিশ্বকাপের আগে ডানহাতি ব্যাটারের ফর্ম আস্থা বাড়াচ্ছে টিম ম্যানেজম্যান্টের।

ছয়ে নিশ্চিতভাতে নিজের জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আর উইকেটের পেছনে থাকবেন জাকের আলি অনিক। আগের তিন ম্যাচের মতো একাদশে দেখা যাবে দুই স্পিনারকে। সেক্ষেত্রে অলরাউন্ডার সাকিবের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন। ব্যাট হাতে বড় শট খেলার সামর্থ্য এগিয়ে রাখছে এই লেগ স্পিনারকে।

বোলিং আক্রমণে দুই স্পিনারের সঙ্গে যুক্ত থাকবেন তিন পেসার। সেক্ষেত্রে অটো চয়েজ হতে পারেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এই দুই প্রিমিয়াম ফাস্ট বোলারের সঙ্গে একাদশে থাকতে পারেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে বিশ্রামে থাকতে পারেন শরীফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

১০

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

১১

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১২

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

১৩

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১৫

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১৬

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১৭

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৮

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৯

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

২০
X