স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-মোস্তাফিজ ফেরায় যেমন হবে টাইগারদের একাদশ

মোস্তাফিজ (বাঁয়ে), শান্ত ও হাথুরুসিংহে (মাঝে) ও সাকিব। ছবি : সংগৃহীত
মোস্তাফিজ (বাঁয়ে), শান্ত ও হাথুরুসিংহে (মাঝে) ও সাকিব। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি জন্য জিম্বাবুয়েকে ডেকে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টি জিতে এরই মধ্যে পাঁচ ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

এরপরও বাকি দুই ম্যাচের জন্য স্কোয়াডের শক্তি বাড়িয়েছে জাতীয় দলের নির্বাচকরা। এতে ফেরানো হয় সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকারকে। আর তাতে না খেলেই বাদ পড়েন আফিফ হোসেন ও পারভেজ হোসেন ইমন।

চলতি বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ম্যাচে বেঞ্চে থাকা ক্রিকেটারদের বাজিয়ে দেখবে চাইবে টিম ম্যানেজমেন্ট।

শুক্রবার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। একাধিক পরিবর্তন আসতে পারে এ ম্যাচের একাদশে। অন্তত দুটি পরিবর্তন নিশ্চিত। সব কিছু ঠিক থাকলে একাদশে ফিরবেন সাকিব ও মোস্তাফিজ।

বছরজুড়ে রান খরায় ভুগতে থাকা লিটন কুমার দাসকে আরও সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। প্রথম তিন ম্যাচে ভালো পারফরম্যান্স করার পরও সৌম্য সরকারকে জায়গা করে দিতে বেঞ্চে বসতে হতে পারে ওপেনার তানজিদ হাসান তামিমকে।

সুতরাং ওপেনিং লিটনের সঙ্গী হতে পারেন চোট কাটিয়ে দলে ফেরা সৌম্য। তিনে যথারীতি খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে নিজের ছায়া হয়ে আছেন তিনি। তাই তো নেতৃত্বের পাশাপাশি ফর্মে ফিরতে ব্যাটিংয়েও বড় দায়িত্ব পালন করতে হবে বাঁহাতি এই ব্যাটারকে।

চারে দেখা যাবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা সাকিবকে। ফলে দুর্দান্ত ছন্দে থাকা তাওহীদ হৃদয়কে নেমে যেতে হবে পাঁচে। বিশ্বকাপের আগে ডানহাতি ব্যাটারের ফর্ম আস্থা বাড়াচ্ছে টিম ম্যানেজম্যান্টের।

ছয়ে নিশ্চিতভাতে নিজের জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আর উইকেটের পেছনে থাকবেন জাকের আলি অনিক। আগের তিন ম্যাচের মতো একাদশে দেখা যাবে দুই স্পিনারকে। সেক্ষেত্রে অলরাউন্ডার সাকিবের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন। ব্যাট হাতে বড় শট খেলার সামর্থ্য এগিয়ে রাখছে এই লেগ স্পিনারকে।

বোলিং আক্রমণে দুই স্পিনারের সঙ্গে যুক্ত থাকবেন তিন পেসার। সেক্ষেত্রে অটো চয়েজ হতে পারেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এই দুই প্রিমিয়াম ফাস্ট বোলারের সঙ্গে একাদশে থাকতে পারেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ফলে বিশ্রামে থাকতে পারেন শরীফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

রাজধানীতে আজ কোথায় কী

সেপ্টেম্বরে বিশ্ব খাদ্যমূল্য সূচক কমেছে : এফএও

টিভিতে আজকের যত খেলা

‘বিদেশি নম্বর’ থেকে ফোন করে ওসিকে হত্যার হুমকি

ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

৪ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১০

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১১

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

১২

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

১৩

এক ইলিশ ১০ হাজার টাকা

১৪

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

১৫

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

১৬

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

১৭

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

১৮

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

১৯

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

২০
X