স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের প্লে-অফে খেলতে ৭ দলের সম্ভাবনা কতটুকু?

আইপিএলের ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএলের ট্রফি। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপপর্বে বাকি রয়েছে আর মাত্র ৮ ম্যাচ। ১০ দলের আইপিএলে আগেই বিদায় নিশ্চিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের। বাকি ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।

শেষ চারের বাকি ৩টি জায়গার জন্য লড়াইয়ে আছে ৭ দল। কম-বেশি সবার সামনে সুযোগ রয়েছে প্লে-অফে খেলার। ছয় ম্যাচে হারের পর, টানা পাঁচ জয়ে ভালোভাবে প্লে-অফের লড়াইয়ে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসকে হারিয়ে আশা জাগিয়েছে চেন্নাই সুপার কিংস। এমনকি পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকা গুজরাট টাইটান্সও রয়েছে শেষ চারের খেলার।

প্লে-অফে খেলতে কোন দলের সম্ভাবনা কেমন: কলকাতা নাইট রাইডার্স : ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। বাকি দুই ম্যাচে হারলেও নেট রানরেটে পয়েন্ট টেবিলের দুই থেকে কলকাতার প্লে-অফ খেলার সম্ভাবনা ৬২.৫ শতাংশ।

রাজস্থান রয়্যালস : ১২ ম্যাচে দলটির ১৬ পয়েন্ট। টানা ৩ হারের পর পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাজস্থানের গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে ১২.৫ শতাংশ। যদি বাকি দুই ম্যাচে হেরে গেলেও চেন্নাই ও হায়দরাবাদের সমান পয়েন্ট নিয়ে সাঞ্জু সামসনের দলের গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা ৩৭.৫ শতাংশ। নেট রানরেটে নিশ্চিত হতে পারে রাজস্থানের প্লে-অফ।

চেন্নাই সুপার কিংস : ১৩ ম্যাচে মোস্তাফিজুর রহমানের দলের পয়েন্ট ১৪। শেষ চারে থেকে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে মহেন্দ্র সিং ধোনিদের (৯১ শতাংশ)। তবে দুই অথবা তিন দলের সমান পয়েন্টে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনাও রয়েছে দলটির। এক্ষেত্রে সামনে আসবে রান রেট। কলকাতার পর চেন্নাইয়ের রান রেট সবচেয়ে ভালো।

সানরাইজার্স হায়দরাবাদ : ১২ ম্যাচে অরেঞ্জ আর্মিদের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলায় চেন্নাইয়ের চেয়ে হায়দরাবাদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেশি (৯৭ শতাংশ)। কলকাতা ও রাজস্থানের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে প্যাট কামিন্সদের গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে মাত্র ৩ শতাংশ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৩ ম্যাচে কোহিলদের ১২ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে দলটির প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। আরও ৫টি দলের সমান পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে দলটির।

দিল্লি ক্যাপিটালস : ১৩ ম্যাচে ১২ পয়েন্ট দলটির। দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনাও রয়েছে ৩১.৩ শতাংশ। বেঙ্গালুরুর মতো তাদের বেশ কয়েকটি দলের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে হিসাব হবে নেট রানরেটের।

লখনৌ সুপার জায়ান্টস: ১২ ম্যাচে লোকেশ রাহুলের দলের পয়েন্ট ১২। দুই ম্যাচ হাতে থাকায় লখনৌর প্লে-অফে খেলার সম্ভাবনা বেশি ৫৬ শতাংশ। আবার তিন দলের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনাও রয়েছে দলটির।

গুজরাট টাইটান্স : ১২ ম্যাচে ১০ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়নদের। প্লে-অফে ওঠার সম্ভাবনা সব থেকে কম ১৬ শতাংশ। নেট রানরেট কম থাকায় সুযোগও কম। তবে খাতা-কলমে এখনো শেষ চারে খেলার সম্ভাবনা আছেন শুভমান গিলদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

প্রথম রূপায়ন আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

বর্ষার সাথে মাহির ও জোবায়েদের প্রেম ছিল : জবানবন্দিতে বর্ষার মামা

২৬ মামলা জিতলেন ভুয়া আইনজীবী

পিএসএলে আইনি ঝড়ের আশঙ্কা, নবায়ন না পেয়ে ক্ষুব্ধ মুলতানের মালিক

নিউইয়র্কে এলে গ্রেপ্তার হবেন নেতানিয়াহু, ঘোষণা মামদানির

হাত তুলে বিএনপির প্রার্থীকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন

দশম গ্রেড বাস্তবায়নের দাবি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

১০

বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, মামলা হলেও অধরা ধর্ষক

১১

৩ দাবির অগ্রগতি জানতে চেয়ে জবি ছাত্রদলের স্মারকলিপি

১২

৫ ধরনের ব্যক্তির জন্য বিপজ্জনক কমলালেবু

১৩

প্লট-ফ্ল্যাট বিক্রি নিয়ে নতুন বিধিমালা জারি

১৪

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদল নেতা শাকিলের ব্যতিক্রমী উদ্যোগ

১৫

বিশ্বকাপে ভারতের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ

১৬

নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আনসার বাহিনী প্রস্তুত : কুমিল্লা রেঞ্জের পরিচালক

১৭

ব্রাজিলের ম্যাচের পর দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ

১৮

‘গুলি করতে হবে না, ইট দিয়ে বুকে মারলেই মরে যাবে’, অডিও ভাইরাল

১৯

অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ

২০
X