স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:২৪ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের প্লে-অফে খেলতে ৭ দলের সম্ভাবনা কতটুকু?

আইপিএলের ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএলের ট্রফি। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপপর্বে বাকি রয়েছে আর মাত্র ৮ ম্যাচ। ১০ দলের আইপিএলে আগেই বিদায় নিশ্চিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের। বাকি ৮ দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স।

শেষ চারের বাকি ৩টি জায়গার জন্য লড়াইয়ে আছে ৭ দল। কম-বেশি সবার সামনে সুযোগ রয়েছে প্লে-অফে খেলার। ছয় ম্যাচে হারের পর, টানা পাঁচ জয়ে ভালোভাবে প্লে-অফের লড়াইয়ে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রাজস্থান রয়্যালসকে হারিয়ে আশা জাগিয়েছে চেন্নাই সুপার কিংস। এমনকি পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকা গুজরাট টাইটান্সও রয়েছে শেষ চারের খেলার।

প্লে-অফে খেলতে কোন দলের সম্ভাবনা কেমন: কলকাতা নাইট রাইডার্স : ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। বাকি দুই ম্যাচে হারলেও নেট রানরেটে পয়েন্ট টেবিলের দুই থেকে কলকাতার প্লে-অফ খেলার সম্ভাবনা ৬২.৫ শতাংশ।

রাজস্থান রয়্যালস : ১২ ম্যাচে দলটির ১৬ পয়েন্ট। টানা ৩ হারের পর পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাজস্থানের গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে ১২.৫ শতাংশ। যদি বাকি দুই ম্যাচে হেরে গেলেও চেন্নাই ও হায়দরাবাদের সমান পয়েন্ট নিয়ে সাঞ্জু সামসনের দলের গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা ৩৭.৫ শতাংশ। নেট রানরেটে নিশ্চিত হতে পারে রাজস্থানের প্লে-অফ।

চেন্নাই সুপার কিংস : ১৩ ম্যাচে মোস্তাফিজুর রহমানের দলের পয়েন্ট ১৪। শেষ চারে থেকে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে মহেন্দ্র সিং ধোনিদের (৯১ শতাংশ)। তবে দুই অথবা তিন দলের সমান পয়েন্টে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনাও রয়েছে দলটির। এক্ষেত্রে সামনে আসবে রান রেট। কলকাতার পর চেন্নাইয়ের রান রেট সবচেয়ে ভালো।

সানরাইজার্স হায়দরাবাদ : ১২ ম্যাচে অরেঞ্জ আর্মিদের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলায় চেন্নাইয়ের চেয়ে হায়দরাবাদের শেষ চারে যাওয়ার সম্ভাবনা বেশি (৯৭ শতাংশ)। কলকাতা ও রাজস্থানের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে প্যাট কামিন্সদের গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে মাত্র ৩ শতাংশ।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৩ ম্যাচে কোহিলদের ১২ পয়েন্ট। শেষ ম্যাচ জিতলে দলটির প্লে-অফে ওঠার সম্ভাবনা রয়েছে ৪০ শতাংশ। আরও ৫টি দলের সমান পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে দলটির।

দিল্লি ক্যাপিটালস : ১৩ ম্যাচে ১২ পয়েন্ট দলটির। দিল্লির প্লে-অফে খেলার সম্ভাবনাও রয়েছে ৩১.৩ শতাংশ। বেঙ্গালুরুর মতো তাদের বেশ কয়েকটি দলের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে হিসাব হবে নেট রানরেটের।

লখনৌ সুপার জায়ান্টস: ১২ ম্যাচে লোকেশ রাহুলের দলের পয়েন্ট ১২। দুই ম্যাচ হাতে থাকায় লখনৌর প্লে-অফে খেলার সম্ভাবনা বেশি ৫৬ শতাংশ। আবার তিন দলের সঙ্গে সমান পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করার সম্ভাবনাও রয়েছে দলটির।

গুজরাট টাইটান্স : ১২ ম্যাচে ১০ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়নদের। প্লে-অফে ওঠার সম্ভাবনা সব থেকে কম ১৬ শতাংশ। নেট রানরেট কম থাকায় সুযোগও কম। তবে খাতা-কলমে এখনো শেষ চারে খেলার সম্ভাবনা আছেন শুভমান গিলদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন পদে জেলা পরিষদে চাকরির সুযোগ

বাবর ও তার স্ত্রীর মনোনয়ন বৈধ ঘোষণা

ব্যবসায়ীর মুখ বেঁধে ৩০ ভরি স্বর্ণ ছিনতাই

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত

ঢাকা-১২ আসনে সাইফুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় মিরপুর কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা

কামাল হোসেনের আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়ার ঋণ জাতি কখনও শোধ করতে পারবে না : কবীর আহমেদ 

খালেদা জিয়ার কবরে শেকৃবি বৃহত্তর বগুড়া সমিতির শ্রদ্ধাঞ্জলি

নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায়কে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : বিজন সরকার

১০

কর্পোরেট অ্যামেচার ক্রিকেট শুরু

১১

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ

১২

আমানের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল 

১৩

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে তথ্যমন্ত্রীকে অনুরোধ আসিফ নজরুলের

১৪

মনোনয়ন বাতিল, ক্ষোভে দেশ ছাড়ার ঘোষণা প্রার্থীর 

১৫

দুই দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

১৬

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল

১৭

শাহবাগ অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১৮

মোস্তাফিজ ইস্যুতে আসিফ নজরুলের কড়া বার্তা

১৯

ঢাকার পাঁচ আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, ৩১ জনের বৈধ

২০
X