উত্তর আমেরিকায় কানাডার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জে একই পথে হাঁটল বিশ্বকাপের আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপটির প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে টস দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা।
রোববার (২ জুন) বাংলাদেশ সময় রাতে জর্জটাউনের প্রভিডেন্স স্টেডিয়ামে পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নরা।
সম্প্রতি আইসিসির টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স নিম্নমুখী। তবে এবার ঘরের মাঠে নিজেদের শক্তি নতুন করে জানান দিতে চায় ক্যারিবিয়ানরা।
মন্তব্য করুন