প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে আফ্রিকার দেশ উগান্ডা। নিজেদের প্রথম ম্যাচে ক্রিকেটের উঠতি শক্তি আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল তারা। অভিষেক ম্যাচে অবশ্য আফ্রিকার দেশটির শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। আফগানিস্তানের বিপক্ষে ১২৫ রানের বিশাল হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে তারা।
উগান্ডার এই বড় হারের ম্যাচে হয়েছে বেশ কয়েকটি নতুন রেকর্ডও। এক নজরে দেখে নেওয়া যাক গায়ানায় হওয়া বিশ্বকাপের পঞ্চম ম্যাচে যেসব রেকর্ড হলো।
১৫৪
টস হেরে উদ্বোধনী জুটিতে আফগান দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের করা রান। এটি বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি আফগানদের দ্বিতীয় শতরানের জুটি। প্রথমটি ২০১৯ সালে ভারতের দেরাদুনে হজরতউল্লাহ জাজাই এবং উসমান গণির করা ২৩৬ রানের জুটি।
৬৬
বিশ্বকাপের পাওয়ারপ্লেতে আফগানিস্তানের সর্বোচ্চ সংগ্রহ হয়েছে আজকের ম্যাচে। এর আগের রেকর্ড ছিল ২০১৬ সালের ভারত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ উইকেটে ৬৪ রান।
৩২.৩৫
ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে ধীর গতির ইনিংস আজ দেখা গেছে উগান্ডার রিয়াজাত আলি শাহের সৌজন্যে। ১৮ রানের ৫ উইকেট হারানো দলকে সম্মানজনক হার এনে দেওয়ার চেষ্টায় ৩৪ বলে ১১ রানের ইনিংস খেলেন তিনি। এসময় তার স্ট্রাইক রেট ছিল ৩২.৩৫।
৫৮
৫৮ রানে অলআউট হওয়া উগান্ডা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোরের লজ্জা নিজেদের করে নিয়েছে। সর্বনিম্ন স্কোরের তালিকায় প্রথম দুবারই রয়েছে নেদারল্যান্ডস। ২০১৪ সালে ডাচরা শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল ৩৯ রান। ২০২১ সালে এসে একই প্রতিপক্ষের বিপক্ষে তারা করে ৪৪ রান। তিনে আছে ২০২১ বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৫৫ রানের সংগ্রহ।
৯/৫
ফজল হক ফারুকীর দুর্দান্ত বোলিং ফিগার। আফগান এই পেসারের বোলিং টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সেরা। ফজল হকের আগে রয়েছেন অজন্তা মেন্ডিস (৮/৬), রঙ্গনা হেরাথ (৩/৫) এবং পাকিস্তানের উমর গুল (৬/৫।
৭
আফগানদের বিপক্ষে উগান্ডার প্রথম তিন ব্যাটারের সম্মলিত সংগ্রহ ৭ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৭ম বার এরকম ঘটনা ঘটলে।
২
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের হয়ে ২য় বোলার হিসেবে ৫ উইকেট পেলেন ফারুকি। এর আগে ২০২১ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রানে ৫ উইকেট পেয়েছিলেন মুজিব উর রহমান। একইসঙ্গে তার আজকের ৯ রানে ৫ উইকেট বিশ্বকাপে পেসারদের মধ্যে ২য় সেরা। তার ওপরে আছেন পাকিস্তানের উমর গুল।
১২৫
আফগানিস্তানের ১২৫ রানের জয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। সর্বোচ্চ ১৭২ রানের জয় রয়েছে শ্রীলঙ্কার। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে ১৩০ রানে জয় আছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার। এই তিন জয়ের পরেই আছে আফগানদের আজকের জয়।
মন্তব্য করুন