শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৪:০২ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আসল লড়াইয়ে নামার আগে যা বললেন শান্ত

দলের তিন পেসারের সঙ্গে অধিনায়ক শান্ত। ছবি : সংগৃহীত
দলের তিন পেসারের সঙ্গে অধিনায়ক শান্ত। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ শুরুর প্রায় এক সপ্তাহ পর প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ অতি পরিচিত শ্রীলঙ্কা। সাম্প্রতিক সময়ে যাদের বিরুদ্ধে লড়াইটা হয় বিতর্ক আর রোমাঞ্চ ছড়ানো। আবহাওয়ার সমস্যা না করলে বাংলাদেশ সময় শনিবার ভোরে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।

এ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্বের অভিষেক হবে নাজমুল হোসেন শান্তর। টপ অর্ডার ব্যাটারদের সঙ্গে নিজেও ভুগছেন ফর্মহীনতায়। তাই তো লঙ্কানদের বিপক্ষে তো বটেই বিশ্বকাপের প্রথম ম্যাচে অনেক চ্যালেঞ্জ জয় করতে হবে বাংলাদেশ দলকে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ঘুরিয়ে ফিরিয়ে তাই বলেছেন বারবার। টাইগার দলপতির সংবাদ সম্মেলনের চুম্বক অংশ কালবেলার পাঠকদের জন্য তুলে ধরা হলো—

কঠিন প্রতিপক্ষ

নাজমুল হোসেন শান্ত : তাদের মনে কী চলছে, কীসের মধ্য দিয়ে যাচ্ছে, তা নিয়ে আমরা ভাবছি না। আমরা আমাদের কথাই ভাবছি। আমাদের নিজেদের শক্তিমত্তার ওপরই আমরা খেলতে চাই। হ্যাঁ, তারা প্রথম ম্যাচটা ভালো খেলেনি। তবে সেটা নিয়ে আমরা ভাবছি না।

পরিকল্পনার সঠিক বাস্তবায়ন

নাজমুল হোসেন শান্ত : ম্যাচটা দুই দলের জন্যই কঠিন হতে যাচ্ছে। কিন্তু ওই দিনে যে দল ভালো খেলবে, তারাই জিতবে। দুই দলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ। কিন্তু যা বললাম, বেশি চিন্তা না করে যে পরিকল্পনাটা করেছি, সেটার বাস্তবায়ন করতে পারাটা, অনেক সামনের দিকে না তাকিয়ে বর্তমানে থাকাটা গুরুত্বপূর্ণ। সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, আশা করছি সবাই পরিকল্পনাটা বাস্তবায়ন করবে।

ভালো ম্যাচ উপহার দেওয়া

নাজমুল হোসেন শান্ত : দর্শকদের প্রত্যাশা সবসময়ই থাকে। সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। সেটা থাকবে আশা করি। আমরাও চাই যত ভালো ক্রিকেট খেলে তাদের ভালো একটা ম্যাচ উপহার দিতে পারি। তবে গুরুত্বপূর্ণ হলো কীভাবে আমরা ওই ম্যাচে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারছি, আর আমাদের শক্তিমত্তার ওপর ভিত্তি করে ম্যাচটা খেলছি কি না। আমাদের শক্তির ওপর নির্ভর করে যদি আমরা খেলতে পারি, তাহলে আমরা খুব ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।

টপ অর্ডারের ফর্মে ফেরার আশা

নাজমুল হোসেন শান্ত : খুবই সত্য যে শেষ কিছু দিনে টপ অর্ডাররা ভালো করেনি। তবে কালকের (শনিবার) দিনটা পুরোপুরি নতুন একটা দিন। আপনি যেটা বললেন অনুশীলনে যার যেখানে খামতি (ঘাটতি) আছে, সবাই শতভাগ দিচ্ছে। উন্নতি বললে, আগের জায়গা থেকে ভালো অবস্থানে আছে, প্র্যাকটিস দেখে বা নেট সেশন দেখে তাতে মনে হয়েছে সবাই আগের চেয়ে ভালো অবস্থানে আছে। আগের কথা চিন্তা না করে… কালকের কথা কেউ জানি না, কাল কে ভালো করবে বা খারাপ করবে; কাল নতুন দিনে যে সেট হবে গুরুত্বপূর্ণ হচ্ছে সে কীভাবে খেলাটা শেষ করছে। আমি আশা করছি আমাদের ব্যাটাররা যেভাবে প্রস্তুতি নিয়েছে, সেটা এক্সিকিউট করতে পারলে ভালো ম্যাচ হবে।

সবাই প্রস্তুত

নাজমুল হোসেন শান্ত : আমরা সবাই ভালোভাবে প্রস্তুত। যতটুকু সুযোগ সুবিধা ছিল, আমরা সবটুকু নেওয়ার চেষ্টা করেছি। ভালো খারাপ থাকবেই, এর ভেতর থেকে ভালো জিনিসটা যতটুকু নেওয়া যায় আমরা চেষ্টা করেছি।

উইকেট নিয়ে ভাবনা

নাজমুল হোসেন শান্ত : এই উইকেটে এক ম্যাচে ১৯৪ হয়েছে, আবার আজকে ১৫০ হয়েছে। তো কালকে খেলা শুরু করলেই বুঝব কত রানের উইকেট। ওভারল আমার কাছে নতুন বলে ব্যাট করাটা চ্যালেঞ্জিং মনে হয়েছে। কিন্তু অজুহাতের সুযোগ নেই। এ অসুবিধা কাটিয়ে কীভাবে দলকে ভালো শুরু এনে দিতে পারি, সেটাই ব্যাটারদের দায়িত্ব। বোলাররা সুযোগটা কাজে লাগিয়ে কীভাবে উইকেট তুলে নিতে পারছে সেটা গুরুত্বপূর্ণ। খেলা শুরুর পর খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে হবে আমাদের। উইকেট নিয়ে খুব বেশি চিন্তার দরকার আছে বলে মনে করি না। নিজেদের স্কিলের ওপর বিশ্বাসটা রেখে এক্সিকিউট করাটা ইম্পরট্যান্ট।

সকলে মানসিক ভাবে শক্ত

নাজমুল হোসেন শান্ত : দল মেন্টালি খুব ভালো অবস্থানে আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচ, সবাই একটু হলেও নার্ভাস থাকবে। ওটা কীভাবে হ্যান্ডেল করছি, সেটা গুরুত্বপূর্ণ। বেশ কিছু খেলোয়াড়ের আগে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে, আশা করব তারা সেটা কাজে লাগাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X