যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। লঙ্কানদের এটি দ্বিতীয় ম্যাচ।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে যায় ওয়ান্দিু হাসারাঙ্গার দল। এমন বাজে শুরুর পর টাইগারদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ। ‘গ্রুপ অব ডেথ’ থেকে সেরা আটে জায়গা করে নিতে জয় ছাড়া বিকল্প ভাবছে না দুদলের কেউ।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে দেখবেন বাংলাদেশ-শ্রীলঙ্কার এই মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫তম ম্যাচ লাইভ স্ট্রিমিং করবে ডিজনি+ হটস্টার, ভারতের নাগরিকরা বিনামূল্যে দেখতে মোবাইলে দেখতে পাবেন এ ম্যাচ।
এ ছাড়া বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ফলে স্টার স্পোর্টসের প্রায় সবগুলো ভাষার চ্যানেলে দেখা যাবে এই ম্যাচ।
মহাজারা টিভিতে ম্যাচটি উপভোগ করতে পারবেন শ্রীলঙ্কার দর্শকরা। নেপাল, ভুটান ও মালদ্বীপের দর্শকরা স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলোতে দেখাতে পারবে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ।
বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রচারের স্বত্ত্ব পেয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নাগরিক টেলিভিশন। বাংলাদেশের দর্শকরা নাগরিক টিভিতে দেখতে পারবেন এ ম্যাচ।
এ ছাড়াও টফি অ্যাপ এবং ওয়েবসাইটে বিশ্বকাপের অন্যান্য ম্যাচের মতো বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলাও দেখা যাবে।
মন্তব্য করুন