টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় শনিবার (৮ জুন) সকাল সাড়ে ৬টায় লঙ্কানদের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।
টেক্সাসে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫তম ম্যাচটি। এবারের আসরে এটি বাংলাদেশের প্রথম ম্যাচ হলেও দ্বিতীয়বার মাঠে নামছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড ৭৭ রানে অলআউট হয়েছিল তারা।
এর জন্য পরে লঙ্কানরা উইকেট এবং বিশ্বকাপের আয়োজন নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে আইসিসিকে চিঠিও দিয়েছিল। এ ম্যাচে হারে সুপার এইটে ওঠার লড়াই থেকে অনেকটা ছিটকে যাবে তারা। তাই তো এ ম্যাচের কন্ডিশন ভাবাচ্ছে তাদের। বাংলাদেশও খানিকটা চিন্তিত।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের পিচ রিপোর্ট এবং অতীত পরিসংখ্যান বলছে টস জয়ী দল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে উপকৃত হয়েছে। যুক্তরাষ্ট্র-কানাডার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি ছিল হাই স্কোরিং। কানাডার দেওয়ার ১৯৫ রানের টার্গেটে ১৪ বল হাতে রেখে জয় পায় যুক্তরাষ্ট্র।
দ্বিতীয় ম্যাচটি ছিল আবার লো স্কোরিংয়ের। নেদারল্যান্ডসের বিপক্ষে মাত্র ১০৬ রানে অলআউট হয় নেপাল। আবার রোমাঞ্চকর যুক্তরাষ্ট্র-পাকিস্তানের ম্যাচটি শেষ হয় সুপার ওভারে। এ ম্যাচে আবার স্কোর হয়েছে মাঝারি মানের।
বিশ্বকাপের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে মূলত ড্রপ-ইন পিচ ব্যবহার করা হয়েছে। বাইরে থেকে পিচ তৈরি করে এনে এখানকার স্টেডিয়ামগুলোতে বসানো হয়েছে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামেও এর ব্যতিক্রম নয়। তবে এখন পর্যন্ত এই ভেন্যুকে বলা হচ্ছে ব্যাটিংয়ের জন্য সেরা।
উইকেটে গতি এবং বাউন্স রয়েছে। ফলে বেশ ভালোই সহায়তা পাচ্ছেন পেসাররা। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে অভিযোগ থাকলেও, এ ম্যাঠ নিয়ে এখনো অভিযোগ ওঠেনি।
কাজে এ মাঠে এখন পর্যন্ত হওয়া তিন ম্যাচ বিশ্লেষণ করে বলা যায়, উইকেটে ব্যাটারদের জন্য রান যেমন থাকবে। কিছুটা সুবিধা পাবে বোলাররাও। অনেকটা স্পোর্টিং উইকেটের মতো। আর এ ধরনের উইকেটে ব্যাটার-বোলারদের পারফরম্যান্সের ওপর নির্ভর করবে ম্যাচটি হাই না লো-স্কোরিংয়ের হবে!
মন্তব্য করুন