স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১১:৪৩ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

উগান্ডাকে সর্বনিম্ন স্কোরের লজ্জা উপহার দিল উইন্ডিজ  

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

মাত্র কয়েকদিন আগেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছিল আফ্রিকার দেশ উগান্ডা। এক ম্যাচ পরে আবারও ইতিহাস সৃষ্টি করেছে উগান্ডা তবে এই ইতিহাস যত দ্রত সম্ভব ভুলে যেতে চাইবে ক্রিকেটে নবাগত দেশটি। চলতি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৩৪ রানে হেরেছে উগান্ডা। সেই সঙ্গে করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের অনাকাঙ্ক্ষিত রেকর্ড।

রোববার (৯ জুন) ভোরে গায়ানায় প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে কোন ব্যাটারের অর্ধশতক ছাড়াই ১৭৩ রানের পুঁজি পায় ক্যারিবীয়রা। সেই রানতাড়ায় আকিল হোসেনের ঘূর্ণিতে সর্বনিম্ন রান করার লজ্জার রেকর্ড গড়ে উগান্ডা। এতে এতদিন একাই শীর্ষে থাকা নেদারল্যান্ডসের মুক্তি মিলল। শ্রীলঙ্কার বিপক্ষে ২০১৪ আসরে চট্টগ্রামে ডাচরা মাত্র ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল।

ওয়েস্ট ইন্ডিজের বোলার আকিল হোসেন ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, চার ওভারে মাত্র ১১ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি। যার ফলে স্বাগতিক দল সহজেই জয়লাভ করে। এত বড় পরাজয়ের পরেও উগান্ডা তাদের বোলিংয়ে অবশ্য কিছুটা প্রতিভা প্রদর্শন করেছিল।

প্রথমে ব্যাট করে, ওয়েস্ট ইন্ডিজ ১৭৩ রান করতে পাঁচ উইকেট হারায়। ওপেনার জনসন চার্লস সর্বোচ্চ ৪৪ রান করেন, যার মধ্যে চারটি চার ও দুটি ছক্কা ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পাওয়ার-হিটিং মিডল-অর্ডার উগান্ডার নিয়মিত বোলিংয়ের সামনে ছন্দ খুঁজে পায়নি।

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা তার রিস্ট-স্পিন দিয়ে গুরুত্বপূর্ণ উইকেটগুলো নিয়েছিলেন, যার মধ্যে নিকোলাস পুরান ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েলের উইকেট। পেসার কসমাস কেওয়ুটা এবং জুমা মিয়াগি তাদের গতি ও নির্ভুলতা দিয়ে মুগ্ধ করেছিলেন, চাপ প্রয়োগ করে এবং রান প্রবাহকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষের দিকে আতশবাজি প্রদর্শন করেন আন্দ্রে রাসেল, মাত্র ১৭ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন, যার মধ্যে ছয়টি বাউন্ডারি ছিল। তার দ্রুত রান নিশ্চিত করে দলকে একটি শক্তিশালী স্কোরে পৌঁছে দেয়।

মাঝখানে, চার্লস ও পুরান ক্রিজে থাকায় ওয়েস্ট ইন্ডিজ বিশাল স্কোরের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে দুই গতির পিচ এবং উগান্ডার নিয়মিত বোলিং তাদের অগ্রগতিকে সীমিত করে রাখে, যদিও শেষ স্কোরটি চ্যালেঞ্জিং হয়।

সেই রান তাড়ায় একেবারে প্রথম থেকেই হতাশ করে উগান্ডা। আগের ম্যাচে প্রথম জয় পাওয়া দলটির আজ একজন ছাড়া কেউই যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। উগান্ডাকে একাই হারিয়েছেন স্পিনার আকিল হোসেন। এই বাঁ–হাতি স্পিনার টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম ৫ উইকেট তুলে নিয়েছেন । ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৫ উইকেট নেন আকিল।

ইতোমধ্যে দুই জয়ে উইন্ডিজরা সুপার এইটের পথে এগিয়ে গেছে। তাদের গ্রুপে সমান জয় পাওয়া আরেক দল আফগানিস্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের বড় পরিচয় আমরা মানুষ : শামা ওবায়েদ

দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

০২ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বার্তা

এক ঘণ্টার বাজারে বিক্রি হয় ৩০ লাখ টাকার দুধ

‘এমপি হই আর না হই, হিন্দু সম্প্রদায়ের পাশে আছি’

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে : স্বরাষ্ট্র সচিব

নৌবহরের কয়েকটি নৌযানে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা

ইনজুরটাইমের গোলে বার্সার বিরুদ্ধে পিএসজির জয়

১০

গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টু

১১

বড় জয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার

১২

সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’

১৩

ফিক্সিংয়ের চেষ্টা করে তামিম ভাইরা ব্যর্থ হয়েছেন : আসিফ মাহমুদ

১৪

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৫

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

১৬

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

১৭

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

১৮

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

১৯

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

২০
X