স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১০:৫০ এএম
অনলাইন সংস্করণ

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যা বলছেন সাবেকরা

মাহমুদউল্লাহকে আউট দিয়েও সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন আম্পায়ার। ছবি : সংগৃহীত
মাহমুদউল্লাহকে আউট দিয়েও সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হন আম্পায়ার। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দেওয়ার ১১৪ রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ। দ্রুত চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা টাইগারের পথ দেখান মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়। ১৭তম ওভার শুরু আগে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিলেন ২৪ বলে ২৭ রান।

কিন্তু নাটকীয় সব ঘটনা ঘটে ওটনিল বার্টম্যানের করা ইনিংসের ১৭তম ওভারে। প্রথম বলটি মাহমুদউল্লাহ রিয়াদের প্যাডে লেগে ফাইন লেগ দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে। প্রোটিয়া ফিল্ডারদের আবেদনের সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলি রিয়াদকে আউট ঘোষণা করেন আম্পায়ার।

সঙ্গে সঙ্গে রিভিউ নেন মাহমুদউল্লাহ। এতে দেখা যায় বলটি লেগ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল। ফলে বাধ্য হবে সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে। রিভিউতে মাহমুদউল্লাহ আউট থেকে বাঁচলেও নিয়মানুযায়ী সম্ভাব্য চারটি রান বাতিল হয়ে যায় বাংলাদেশের।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বিশেষজ্ঞ বিশ্লেষণে নিজের একটি ভাবনার কথা বলেন ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মানজ্রেকার। তিনি বলেন, ‘সাধারণত এ সব ক্ষেত্রে বলের পুরো অ্যাকশন শেষ হওয়ার পর আম্পায়ান নিজের সিদ্ধান্ত জানাতে পারেন, এতে করে ঐ বলের রানগুলো বাতিল হয় না।’

প্রায় একই সুরে কথা বলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ভারতীয় সাবেক ক্রিকেটারের সঙ্গে একমত প্রোষণ করে তামিম বলেন, এই নিয়মটি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ভাবা উচিত। তার মতে যদি ব্যাটার আউট না হয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা চার রান দেওয়া উচিৎ। কারণ লো স্কোরিং ম্যাচে চার রান খুবই গুরুত্বপূর্ণ। এর কারণে হেরে বাংলাদেশ। তিনি বলেন, ‘আইসিসি এই নিয়মটি নিয়ে ভাবতে পারে, এটি পরিবর্তন হওয়া দরকার।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের আরেক সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর লিখেছেন, ‘বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে। রিয়াদের (মাহমুদউল্লাহ) লেগ বিফোরটি আউট ছিল না, সেটি থেকে আসা চার রানও বাতিল হয়ে গেল এমন এক সিদ্ধান্তে।’

এখানেই শেষ হতে পারতো এই বিতর্ক। পরের ওভারে কাগিসো রাবাদার প্রথম বলে তাওহীদ হৃদয়কে লেগ বিফোর আউট দেন আম্পায়ার। দ্রুত আম্পায়ারের এই সিদ্ধান্তের চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেন হৃদয়।

কিন্তু আম্পায়ার্স কলে আউট হয়ে যেতে হয় তাকে। ৩৪ বলে ৩৭ রান করা ডানহাতি এই ব্যাটারকে পুরো ম্যাচে অনেক আত্মবিশ্বাসী মনে হয়। হৃদয় আউট হয়ে যাওয়ার পর বাকি ১৮ বলে কোনো বাউন্ডারি হাকাতে পারেননি বাংলাদেশের কোনো ব্যাটার। ফলে চার রানে হেরে যেতে হয়।

এই দুই সিদ্ধান্তের ক্ষেত্রে আম্পায়ারগণ বেশ তাড়াহুড়ো করেছেন বলে অভিযোগ তুলেন ক্রিকেট বিশ্লেষকরা। যাতে ফলাফল বাংলাদেশের পরাজয় বলে মনে করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের পর যে বার্তা দিলেন তাসকিন-জামাল ভূঁইয়া

সাগরে লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাসে নতুন তথ্য

ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা

‘ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কোনো ক্ষতি হয়নি’

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

গত পাঁচ বছরে এত তীব্র ভূমিকম্প অনুভব করেননি : পরিবেশ উপদেষ্টা

ভূমিকম্পে কেরানীগঞ্জে হেলে পড়েছে ৭ তলা ভবন

১৫ বছর ধরে অচল পবিপ্রবিতে স্থাপিত ভূমিকম্প পরিমাপক যন্ত্র

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু 

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভবন ক্ষতিগ্রস্ত

১০

ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

১১

রাজধানীবাসী এমন ভূমিকম্প আগে কখনো দেখেনি

১২

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

১৩

ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

১৪

ভূমিকম্পে ৩ মিনিট বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট

১৫

ভূমিকম্পের আতঙ্কে ঢাবির চারতলা থেকে শিক্ষার্থীর লাফ

১৬

ভূমিকম্পে গাজীপুরে স্কুল-মসজিদসহ বেশ কয়েকটি বাড়িতে ফাটল

১৭

ভূমিকম্পে বাড্ডায় হেলে পড়ল ভবন

১৮

ভূমিকম্পে দেয়াল ধসে নবজাতকের মৃত্যু

১৯

‘ভূমিকম্পে যে ঝাঁকুনি হলো, তা এযাবৎকালের সর্বোচ্চ’

২০
X