স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রোহিত-কোহলিকে বাদ দেওয়াসহ গম্ভীরের পাঁচ শর্ত

রোহিত শর্মা, বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা, বিরাট কোহলি ও গৌতম গম্ভীর। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের কোচের পদে আর থাকছেন না রাহুল দ্রাবিড়। রোহিত শর্মা-বিরাট কোহলিদের প্রধান কোচের পদে একমাত্র প্রার্থী গৌতম গম্ভীর।

গত সপ্তাহে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির (সিএসি) কাছে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নিজের পাঁচটি শর্তের কথা জানিয়েছেন গম্ভীর।

এখন ভারতীয় ক্রিকেট বোর্ড সেই শর্তগুলো মেনে নিলেই কোচের দায়িত্ব নেবেন তিনি। বিসিসিআই গম্ভীরের শর্তগুলো কথা কিছুই জানায়নি। তবে বোর্ড সূত্রের বরাত দিয়ে গম্ভীরের শর্তগুলো প্রকাশ করেছে ভারতীয় এক গণমাধ্যম।

প্রথম শর্ত: ভারত জাতীয় দলের ক্রিকেটীয় সকল বিষয় থাকবে তার নিয়ন্ত্রণে। তিনি বোর্ডের কর্তাদের কোনো প্রকার হস্তক্ষেপ মেনে নিবেন না।

দ্বিতীয় শর্ত: নিজের পছন্দ অনুযায়ী সহকারী কোচদের বেছে নেওয়ার ক্ষমতা থাকবে তার কাছে। সহকারী কোচদের ব্যাপারে কারো অনুরোধ বা সুপারিশ শুনবেন না তিনি।

তৃতীয় শর্ত: ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অগ্নিপরীক্ষা দিতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামিকে। আইসিসির এই বৈশ্বিক আসর পর্যন্ত জাতীয় দলের দরজা তাদের জন্য খোলা থাকবে। যদি তারা দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতাতে না পারে, তাহলে হলে বাদ দেওয়া হবে তাদের।

চতুর্থ শর্ত: টেস্ট এবং সাদা বলের ক্রিকেটের জন্য আলাদা দল চেয়েছেন তিনি। ক্রিকেটারদের চাপ নেওয়ার ক্ষমতা এবং দক্ষতা দেখে দল নির্বাচন করা হবে।

পঞ্চম শর্ত: দায়িত্ব নেওয়ার দিন থেকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা তৈরিতে করে কাজ করতে দিতে হবে তাকে। ভারতকে ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় শিরোপা জেতানোই তার প্রধান লক্ষ্য।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর দলের সিনিয়র চার ক্রিকেটার রোহিত, কোহলি, জাদেজা এবং সামিকে বাদ দেওয়ার পথ এখন থেকেই তৈরি করতে চাইছেন তিনি।

তবে টেস্ট দলে তাদের রাখা হবে নাকি বাদ দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানাননি গম্ভীর। তবে আগামী বছর টেস্ট চ্যাম্পিয়নশিপ না জিততে পারলে, চার ক্রিকেটারের টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে পারে।

এদিকে বিসিসিআইয়ের কর্তাদের একাংশ মনে করছে সাদা বলের ক্রিকেট অর্থাৎ ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে তরুণদের প্রাধান্য দিতে চান গম্ভীর। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নেওয়ার জন্য তরুণদের বাড়তি সময় দিতে চান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার আর্চারির শীর্ষ পদে বাংলাদেশের চপল

জামায়াত কথা ও কাজে মিল রাখতে অঙ্গীকারবদ্ধ : শফিকুর রহমান

থানা ভাঙচুর মামলায় আ.লীগ নেতা কারাগারে

এই মুহূর্তে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই : গণশিক্ষা উপদেষ্টা

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের মাইলফলক : ব্যারিস্টার মীর হেলাল

বিওএ নির্বাচনের তপশিল ঘোষণা

১৩ নভেম্বর ঘিরে নির্দেশনা / রাজধানীর সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

৪ হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত নেতা বুলবুলের শোভাযাত্রা

বিএনপিকে নিয়ে মোনাফেকি করছে জামায়াত : কায়কোবাদ 

জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয় : হেফাজত আমির 

১০

বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ

১১

গডফাদারের নির্দেশে সিদ্ধিরগঞ্জ চলবে না : মান্নান

১২

অবশেষে সমাপ্তির পথে এশিয়া কাপ ট্রফি সংকট

১৩

ঝড়ের তাণ্ডবে উড়ে গেল ঘরের চাল

১৪

বিহারে এসআইআরের ভয়ে রেকর্ড ভোটার উপস্থিতি, এটা আসলে কী?

১৫

সঙ্গে থাকা স্ত্রীর ভয়ে অনেকের মুখেই ছিল তালা

১৬

কাজী আলাউদ্দিনকে বিজয়ী করতে বিএনপির গণমিছিল

১৭

‘ছাত্রশিবির ছাত্রছাত্রীদের আস্থার জায়গায় পরিণত হয়েছে’

১৮

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সম্পাদক আবু সাদাত  

১৯

টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার ঝড়ো রেকর্ড

২০
X