স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

রোহিত-মার্শদের ম্যাচ পরিত্যক্ত হলে সেমিতে যাবে কারা?

রোহিত শর্মা (বাঁয়ে), সেন্ট লুসিয়ার স্টেডিয়াম ও মিচেল মার্শ। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা (বাঁয়ে), সেন্ট লুসিয়ার স্টেডিয়াম ও মিচেল মার্শ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে দুইদলের। সুপার এইটের গ্রুপ-টু থেকে শেষ চার নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।

এখন গ্রুপ ওয়ান থেকে দুই দলের জন্য অপেক্ষা। মজার বিষয় হচ্ছে, এই গ্রুপের চার দলেরই সেমিতে খেলা সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচটি নিয়ে রয়েছে বাড়তি উত্তেজনা। জয় পেলে ভারতের শেষ চার নিশ্চিত হবে।

আর অস্ট্রেলিয়া জিতলে অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের ফলাফলের জন্য। তবে এই ম্যাচের বাড়তি উন্মাদনায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃষ্টিতে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ ম্যাচটি।

ভারত-অস্ট্রেলিয়ার লড়াইতে সবসময়ই বাড়তি উত্তেজনা থাকে। তবে গত বছরের পর বেড়েছে কয়েকগুণ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় ভারত। অথচ এর আগে টানা নয় ম্যাচে জয় পেয়েছিল রোহিত শর্মার দল।

কাজেই ভারতের সামনে প্রতিশোধে সুযোগ। এ ছাড়া চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট নির্ধারণে এই ম্যাচের গুরুত্ব অনেক। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির সম্ভাবনা প্রবল।

সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫১ শতাংশ। এমনকি ম্যাচ ভেস্তে যাওয়ারও সম্ভাবনা বেশি।

স্থানীয় সময় বেলা ১১টায় ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা যতো বাড়বে তত কমবে বৃষ্টির সম্ভাবনা। সেন্ট লুফিয়াতে দুপুর ১২টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেমে আসবে ৪৭ শতাংশে। এর এক ঘন্টা পর অর্থাৎ দুপুর একটায় সেই সম্ভাবনা কবে হবে মাত্র ২০ শতাংশ।

সুপার এইটের গ্রুপ ওয়ানে পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ভেসে গেলে মাথায় হাত পড়তে পড়বে বাংলাদেশের।

মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে নামার আগেই বিদায় নিশ্চিত হয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দলের। আফগানদের বিপক্ষে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে দুই। এতে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলবে অজিরা।

ভারতের বিপক্ষের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে ঝামেলায় পড়বে অস্ট্রেলিয়াও। ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচের ফলাফলের। সে ম্যাচে টাইগারদের জয় অজিদের নিয়ে যাবে সেমিতে। আর যদি বাংলাদেশ হেরে যায় তাহলে সেমিফাইনাল খেলবে আফগানরা।

এ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে সবচেয়ে বেশি উপকার হবে ভারতের। ৫ পয়েন্ট নিয়ে হাসতে হাসতে সেমিফাইনালে পৌঁছে যাবে তারা। আর ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ বৃষ্টিতে না ভেস্তে গেলেও বাংলাদেশে আশা খুবই ক্ষীণ। কারণ টাইগারদের পয়েন্ট শূন্য। যদি ভারত অস্ট্রেলিয়াকে হারায়, আর বাংলাদেশ আফগানদের বিপক্ষে জয় পায় তাহলে ৩ দলের পয়েন্ট হবে ২।

তখন আসবে নেট রানরেটের হিসেব। আর বাংলাদেশের রানরেট খুব খারাপ। তাই অলৌকিক কিছু না ঘটলে শান্তদের সেমিতে খেলার সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থানে ভয়াবহ দুর্ঘটনা, বাসে আগুনে পুড়ে ২০ জনের মৃত্যু

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

১০

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১১

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১২

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৩

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৪

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৫

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৬

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৭

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৮

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৯

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

২০
X