কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দল মন্ট্রিয়েল টাইগার্স আবারও জয় পেয়েছে। রোববার (২৩ জুলাই) মন্ট্রিয়েল ৭ উইকেটে জয় পেয়েছে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে। এদিনও দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন দেশসেরা এই অলরাউন্ডার।
টস জিতে ফিল্ডিংয়ে নামে সাকিবের দল টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪০ রান করে মিসিসাগা প্যান্থার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করে নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। এছাড়াও ৪৬ রান আসে নবনীত ধালিওয়ালের ব্যাট থেকে।
সাকিব এই ম্যাচেও ছিলেন হিসেবি। নিজের প্রথম ওভারে আজম খানের হাতে ধরাশায়ী হলেও দ্বিতীয় ওভারেই তাকে ফেরান তারকা এই অলরাউন্ডার। নিজের করা চার ওভারে তিনি দেন ২৮ রান। সাকিব ছাড়াও কালিম সানা তিনটি, কার্লোস ব্র্যাথওয়েট দুটি উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুতেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় মন্ট্রিয়েল। তবে অধিনায়ক ক্রিস লিনকে নিয়ে ৬০ রানে জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান সাকিব। সাকিব ২৪ বলে ৩৬ রান করে আউট হলেও, লিন একপ্রান্ত আগলে ধরে ব্যাট করতে থাকেন। অজি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৬৪ রানে। লিনকে সঙ্গ দেন রাদারফোর্ড। তার ব্যাট থেকে আসে ২৭ রান।
ছয় দলের এই টুর্নামেন্টে নিজেদের দুই ম্যাচের দুটিতেই জিতেছে মন্ট্রিয়েল। টেবিলে তাদের অবস্থান দুইয়ে।
মন্তব্য করুন