শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

দল বেঁধে টাইগারদের ম্যাচ দেখে যা বললেন অজি অধিনায়ক

বাংলাদেশের খেলা দেখে হতাশ মার্শ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের খেলা দেখে হতাশ মার্শ। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ভাগ্য নির্ভর করছিল বাংলাদেশের ম্যাচের ওপর। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেষের জয়ই অস্ট্রেলিয়াকে নিতে পারত সেমিফাইনালে। ভারতের বিপক্ষে ম্যাচের পর ‘কাম অন বাংলাদেশ’ বলে বাংলাদেশের প্রতি সমর্থনও জানিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। পুরো অজি দল মিলে বাংলাদেশের খেলাও দেখছিলেন তারা। আশা ছিল টাইগারদের জয় দেখবেন তবে বাংলাদেশ আশা জাগিয়েও শেষ পর্যন্ত হেরে যাওয়ায় হতাশ হয়েছে অজি দল।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অজি অধিনায়ক আফগান ও বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলেন। সেখানে মিচেল মার্শ আফগানিস্তানের গুলবাদিন নাইবের অভিনয়ের মজার দিকটি তুলে ধরলেও, বাংলাদেশের হারের কারণে তার হতাশা স্পষ্ট ছিল।

মঙ্গলবার (২৫ জুন) ম্যাচের ১২তম ওভারে বৃষ্টির কারণে খেলা ধীর করার সংকেত পেয়ে নাইব মাটিতে পড়ে তার বাম হ্যামস্ট্রিং চেপে গড়াগড়ি শুরু করেন। এই নাটকীয়তার ফলে ম্যাচটি কিছুক্ষণের জন্য থেমে যায়। বৃষ্টির কারণে ম্যাচে আফগানিস্তান এগিয়ে ছিল এবং শেষে তারা জয়ী হয়, যার ফলে অস্ট্রেলিয়া টুর্নামেন্ট থেকে বাদ পড়ে।

মার্শ ম্যাচের ফলাফল সম্পর্কে বলেন, ‘আমরা গ্রুপ হিসেবে ম্যাচটি দেখছিলাম। এটা সত্যিই একটি অবিশ্বাস্য খেলা ছিল, অনেক ঘাত-প্রতিঘাত ছিল। কিন্তু এক্ষেত্রে আমাদের দোষ ছিল, আমরা নিজেদের খেলার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারতাম।’

বাংলাদেশ ১১৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৮১ রানে ৭ উইকেট হারিয়ে ডিএলএস পার স্কোরের পেছনে ছিল। গুলবাদিন নাইবের নাটকীয়তা এবং তার পরবর্তী উদযাপনের কথা উল্লেখ করে মার্শ বলেন, ‘আমি প্রায় হাসতে হাসতে কেঁদে ফেলেছিলাম। এটা খেলার ওপর কোনো প্রভাব ফেলেনি, তাই আমরা এখন এটা নিয়ে হাসতে পারি। কিন্তু সত্যিই, এটা অসাধারণ ছিল।’

বাংলাদেশের বিরুদ্ধে এই হারে অস্ট্রেলিয়ার টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়। এই বিষয়ে মার্শ বলেন, ‘আমরা খুবই হতাশ ছিলাম যখন বাংলাদেশের শেষ উইকেট পড়লো। আমরা টুর্নামেন্টে আরো এগিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু আফগানিস্তান তাদের খেলার মাধ্যমে প্রমাণ করেছে তারা সেমিফাইনালে যাওয়ার যোগ্য।”

মার্শ আরও বলেন, ‘আমরা নিজেদেরই দোষ দিতে পারি। এই টুর্নামেন্টে আরো খেলার ইচ্ছা ছিল। কিন্তু সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমাদের নিজেদের দোষেই আমরা এই পরিস্থিতিতে পড়েছি।’

এখন, আফগানিস্তান সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এবং অস্ট্রেলিয়া পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেবে। এই ঘটনার পর, অস্ট্রেলিয়ার দল স্বাভাবিকভাবেই তাদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা করবে এবং ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী ভাবে ফিরে আসার পরিকল্পনা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারকের মোবাইল ফোন ও চশমা উদ্ধার

তারেক রহমানের জন্মদিনে শীতবস্ত্র বিতরণ

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

১০

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

১১

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১২

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১৩

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১৪

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৫

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৬

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১৭

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৮

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৯

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

২০
X