

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আদালতে নেওয়া হয়েছে। ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টার হেলিকপ্টারে করে তাদের বের করা হয়। এরপর আবার গাড়িতে করে তাদের আদালতে নেওয়া হয়। এ সময় তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
সোমবার (০৫ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা যায়, হেলিকপ্টার থেকে টেনেহিঁচড়ে মাদুরোকে নামানো হচ্ছে। এ সময় তার হাতে হাতকড়া পরানো ছিল। ফলে হেলিকপ্টার থেকে তিনি নামতে পারছিলেন না। পরে তাকে টেনেহিঁচড়ে নামানো হয়।
বিবিসি জানিয়েছে, হেলিকপ্টার থেকে নামানোর সময় তার সঙ্গে এক নারীকে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি মাদুরোর স্ত্রী হবেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদুরো ও ওই নারীকে একাধিক ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) এজেন্ট পাহারা দিয়ে নিয়ে যান। এ সময় তাদের শরীরে কারাবন্দিদের মতো পোশাক ছিল। তখন মাদুরোকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, নিকোলাস মাদুরোর বিরুদ্ধে করা মামলার বিচার করবেন ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন।
মন্তব্য করুন