আর্শদীপ সিংয়ের করা ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেন জস বাটলার। এতেই দারুণ এক কীর্তি গড়েছেন ইংলিশ ওপেনার। ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। যদিও সেটা বেশিদূর আর এগিয়ে নিতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে এমন কীর্তি গড়েছেন বাটলার। বিরাট কোহলি, রোহিত শর্মা ও মাহেলা জয়াবর্ধনের পর চতুর্থ ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে হাজার রান করেছেন তিনি। এমন কীর্তি নেই আর কোনো দেশের ক্রিকেটারের।
ভারতের দুজনের সঙ্গে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের একজন করে এখন এই রেকর্ডের মালিক। বাটলার অবশ্য ১ হাজার ১৩ রান করে অক্ষর প্যাটেলের বলে কিপারের গ্লাভসবন্দী হয়ে ফিরে গেছেন। তার দল এখন সেমির জন্য লড়ছে।
মন্তব্য করুন