‘ফুটবল ফর হেলথ’ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন বিভাগীয় শহরে একাডেমি চালু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফে ভবন সংগলগ্ন কৃত্রিম টার্ফে সম্প্রতি শিশু-কিশোরদের ফুটবল উৎসবের আয়োজন করা হয়েছিল। তাতে ব্যপক সাড়া মিলেছে। শিশু-কিশোরদের ফুটবল কার্যক্রমে সম্পকৃক্ত করতে এবার বিভাগীয় শহরে যাবে স্থানীয় ফুটবল সংস্থা। মঙ্গলবার (১৭ জুলাই) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে।
আগস্টে তিন বিভাগীয় শহর— রাজশাহী, খুলনা ও সিলেটের শুরু হবে ‘ফুটবল ফর হেলথ কার্যক্রম’।
৮-১১ এবং ১১-১৪ বছর বয়স বিভাগের আগ্রহীরা এ কার্যক্রমের আওতায় আসতে পারবেন। দুই বিভাগে ৪৫ জন করে ভর্তির সুযোগ পাবেন। ঢাকার মত তিন বিভাগীয় শহরের মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা। সিলেট, রাজশাহী ও খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন এ কার্যক্রম তত্ত্ববধায়ন করবে। এই তিন জেলা ফুটবল এসোসিয়েশনের অফিস থেকে ফরম সংগ্রহ করা যাবে, এছাড়া ফরম সংগ্রহ করা যাবে বাফুফের ফেজবুক পেজ থেকেও। তিন বিভাগের একাডেমি কার্যক্রম পরিচালনার জন্য কোচ প্রদান করবে বাফুফে।
বাফুফের এ একাডেমি কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নাট্য অভিনেতা জাহিদ হাসান। মঙ্গলবার (১৬ জুলাই) সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বলেন, ‘অভিভাবকরা বাচ্চাদের ফুটবল শেখাতে চান। বাফুফে এ উদ্যোগ নেয়ায় অনেক বাচ্চাই স্বতঃস্ফূর্তভাবে ফুটবল শিখছে। যা সুস্থ ও সুন্দর সমাজ গড়ার ক্ষেত্রেও ভূমিকা রাখবে।’
মন্তব্য করুন