গত মৌসুমে রক্ষণভাগ নিয়ে বেশ ভালোই ভুগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৮ ম্যচে ৫৭ গোল করার বিপরীতে হজম করে ৫৮ গোল। আর পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা। খেলতে পারবে না চ্যাম্পিয়ন্স লিগ। আর ইউরোপা লিগে খেলতে হলে পার হতে হবে প্লে-অফ পর্ব।
এই বাস্তবতায় নতুন মৌসুমের আগে রক্ষণে শক্তি বাড়িয়েছে ম্যানইউ। দুই শিষ্যকে দলে ভিড়িয়েছেন রেড ডেভিলদের কোচ এরিক টেন হাগ। ২০১৯ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলে আয়াক্স। সে দলের কোচ ছিলেন টেন হাগ। আর অধিনায়কত্ব করেছিলেন ম্যাথিয়াস ডি লিখট।
তখন চেষ্টা করেও ডাচ ডিফেন্ডারকে দলে ভেড়াতে পারেন ম্যানইউ। আয়াক্স থেকে যোগ দেন জুভেন্তাসে। গত মৌসুমে খেলেন বায়ার্ন মিউনিখে। টেন হাগ ম্যানইউর কোচ হয়েই তাকে দলে ভেড়ানো চেষ্টা করছিলেন। অবশেষে সফল হলেন তিনি।
মঙ্গলবার (১৩ আগস্ট) ম্যানইউর সঙ্গে ৫ বছরের চুক্তি করেন ২৫ বছরের ডি লিখট। একই সঙ্গে যোগ দিয়েছেন টেন হাগের আরেক শিষ্য নুসায়ার মাজরাউই। দুজনের জন্য ইংলিশ ক্লাবটির খরচ ৭০ মিলিয়ন ইউরো।
২০১৯ সালে আয়াক্স থেকে ডি লিখটকে ৬৭.৫ মিলিয়ন পাউন্ডে কিনে নেয় জুভেন্তাস। এরপর ২০২২ সালে ৬৫.৬ মিলিয়ন পাউন্ডে পাড়ি জমান জার্মানির বায়ার্ন মিউনিখে। এবার ৩৮.৫ মিলিয়ন পাউন্ডে (৫০ মিলিয়ন ইউরো) যোগ দিলেন ম্যানইউতে।
১৯৩১ সালের পর নেদারল্যান্ডসের হয়ে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে খেলার রেকর্ড ডি লিখটের। জুভেন্তাস ও বায়ার্নে শেষ করতে পারেননি চুক্তির মেয়াদ। এবার কি ম্যানইউতে পারবেন তার চুক্তির পুরো মেয়াদ শেষ করতে?
মন্তব্য করুন