গত মৌসুমে লিওনেল মেসিকে বড় অঙ্কের প্রস্তাব দিয়ে আলোচনায় আসে সৌদি ক্লাব আল হিলাল। যদিও সে প্রস্তাব উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টিইন কিংবদন্তি। এবার আলোচনায় আল আহলির ভিনিসিয়ুস জুনিয়রের প্রস্তাব।
কয়েক দিন আগে সামনে আসে ব্রাজিলিয়ান তারকাকে দেওয়ার সৌদি ক্লাবের প্রস্তাবটি। অ্যাথলেটিকসহ বেশ কয়েকটি গণমাধ্যম সে প্রস্তাব ফিরিয়ে দেওয়া কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এবার সামনে আসে ভিনিকে দেওয়া আল আহলির প্রস্তাবের বিস্তারিত তথ্য।
আল আহলিতে খেলতে ভিনিসিয়ুসকে ১০০ কোটি ডলারের প্রস্তাব দেয় সৌদি সরকারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। এ প্রস্তাবে রাজি হলে ইতিহাসে সবচেয়ে বেশি বেতন পাওয়া ক্রীড়াবিদের মর্যাদা পেতেন তিনি।
ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, এই টাকা দিয়ে প্রতি বছর ৭টি সবচেয়ে দামি গাড়ি কিনতে পারতেন ভিনি। আল আহলির প্রস্তাব অনুযায়ী গড়ে প্রতি সেকেন্ডে ৩৮ ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি টাকায় ৮১৩) পেতেন তিনি।
প্রতি মিনিটে অঙ্কটা দাঁড়ায় ২.২৯ হাজার ব্রাজিলিয়ান রিয়াল। একই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে ২ কোটি ৫০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল। এক বছরে ১০ লাখ ২০ হাজার আর ৫ বছরে সেটি হতো ৬০০ কোটি ব্রাজিলিয়ান রিয়াল বা ১০০ কোটি মার্কিন ডলার।
এখন প্রশ্ন হচ্ছে এতো টাকা দিয়ে কি করতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়র। মজা করে এমন একটি তালিকা দিয়েছে ব্রাজিলিয়ান গণমাধ্যম ও গ্লোবো।
ভিনি যদি সৌদির প্রস্তাবে রাজি হতো, তাহলে সবচেয়ে দামি গাড়িটি কিনতে সময় লাগবে মাস দেড়েক। সে হিসেবে প্রতিবছর অন্তত ৭টি গাড়ি কিনতে পারবেন তিনি। গণমাধ্যমটি আরও জানিয়েছে, ব্রাজিলের সবচেয়ে দামি বাড়িটি কিনতে খরচ হয়েছে ২২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল (৪ কোটি মার্কিন ডলার)।
আল আহলির প্রস্তাবে রাজি হলে এই বাড়িটি কিনতে ব্রাজিলিয়ান উইঙ্গারের সময় লাগত দুই মাসের কিছু বেশি সময়।
গাড়ি-বাড়ির পর তালিকায় বিমানও টেনে এনেছে গ্লোবো। ব্রাজিলের আকাশে উড়ে চলা সবচেয়ে দামি ব্যক্তিগত এয়ারক্রাফট হচ্ছে বোম্বারডিয়ার গ্লোবাল ৭৫০০। ২০২১ সালে তৈরি করা এ উড়োজাহাজের মূল্য ব্রাজিলিয়ান মুদ্রায় ৩৭ কোটি ৬০ লাখ রিয়াল (৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার)।
সৌদি ক্লাবের প্রস্তাবে রাজি হলে মাত্র ৪ মাসের মধ্যে ১৫ সিটের ব্যক্তিগত এয়ারক্রাফটটি কিনতে পারতেন ভিনিসিয়ুস জুনিয়র।