ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খেলছে না শেখ রাসেল ক্রীড়াচক্র 

শেখ রাসেল ক্রীড়াচক্র। ছবি : সংগৃহীত
শেখ রাসেল ক্রীড়াচক্র। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার ফুটবল লিগে খেলছে না শেখ রাসেল ক্রীড়া চক্র। এক পত্রের মাধ্যমে অপারগতার বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছে ২০১২-১৩ মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি।

শেখ রাসেল ক্রীড়া চক্রের না খেলা সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার কালবেলাকে বলেন, ‘শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে আমরা একটা পত্র পেয়েছি। সেখানে ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছে, তারা ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে পারবে না।’

প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠিত ক্লাবটির পৃষ্ঠপোষক হিসেবে ছিল বসুন্ধরা গ্রুপ। প্রবল গণআন্দোলনের মুখে রাষ্ট্রক্ষমতায় পালাবদলের পর পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। যে কারণে তৈরি হয়েছে সংকট। এ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ না থাকায় প্রিমিয়ার লিগ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক সালেহ জামান সেলিম, ‘দলবদল কার্যক্রম শেষ হওয়ার কাছাকাছি সময়ে এসে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অপারগতার কথা জানিয়েছে। এ কারণে আমরা আসন্ন মৌসুমে খেলতে পারছি না। কিন্তু ভবিষ্যতে শীর্ষ লিগে ফিরে আসতে চায় শেখ রাসেল।’

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করা শেখ হাসিনার প্রয়াত সহোদর শেখ রাসেলের নামে গড়া হয়েছে ক্লাবটি। প্রয়াত আরেক সহোদর শেখ জামালের নামজুড়ে দেওয়া হয়েছিল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। এ ক্লাবটিও ঘরোয়া শীর্ষ লিগে খেলছে। শেখ রাসেলের মতো ভবিষ্যৎ শঙ্কায় আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও।

শেখ হাসিনার ভাইদের নামে গড়া ক্লাব দুটির খেলার বিষয়ে কোনো প্রতিবন্ধকতা আছে কি না—বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। তিনি জানিয়েছেন, এ নামে খেলার ইস্যুতে সরকারের তরফ থেকে কোনো আপত্তি নেই।

শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পৃষ্ঠপোষক ছিল বসুন্ধরা গ্রুপ। প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের পাশ থেকেও সরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। শেখ রাসেলের মতো সংকটে আছে শেখ জামাল ক্লাবও। যদিও ক্লাবটির কর্মকর্তারা জানিয়েছেন, সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি টার্গেট করবে ইরান

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত রোববার

সঞ্চয়পত্রে মুনাফা কমলো

হাদি হত্যার বিচার দাবিতে আজ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ফেনীতে ৬ দিনেও মেলেনি সূর্যের দেখা

তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা কত

বিপিএল ইতিহাসে এমন ঘটনা আগে দেখা যায়নি

আই ওয়াজ রিয়েলি শকড, হঠাৎ কেন এই কথা মাহমুদউল্লাহর

প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি

১০

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৬-৪ ডিগ্রিতে

১১

প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনের সময়ই ভূমিকম্প

১২

ত্রয়োদশ সংসদ নির্বাচন / ঢাকার ২০টি আসনের মনোনয়নপত্র বাছাই আজ

১৩

মধ্যরাতে ঝরল ২ প্রাণ

১৪

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৫

ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা, সেনা প্রস্তুত করছে ইসরায়েল

১৬

এনসিপির যে ১০ কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১৭

জানুয়ারিতে একাধিক তীব্র শৈত্যপ্রবাহের আভাস

১৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

১৯

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ

২০
X