ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খেলছে না শেখ রাসেল ক্রীড়াচক্র 

শেখ রাসেল ক্রীড়াচক্র। ছবি : সংগৃহীত
শেখ রাসেল ক্রীড়াচক্র। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার ফুটবল লিগে খেলছে না শেখ রাসেল ক্রীড়া চক্র। এক পত্রের মাধ্যমে অপারগতার বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছে ২০১২-১৩ মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি।

শেখ রাসেল ক্রীড়া চক্রের না খেলা সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার কালবেলাকে বলেন, ‘শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে আমরা একটা পত্র পেয়েছি। সেখানে ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছে, তারা ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে পারবে না।’

প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠিত ক্লাবটির পৃষ্ঠপোষক হিসেবে ছিল বসুন্ধরা গ্রুপ। প্রবল গণআন্দোলনের মুখে রাষ্ট্রক্ষমতায় পালাবদলের পর পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। যে কারণে তৈরি হয়েছে সংকট। এ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ না থাকায় প্রিমিয়ার লিগ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক সালেহ জামান সেলিম, ‘দলবদল কার্যক্রম শেষ হওয়ার কাছাকাছি সময়ে এসে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অপারগতার কথা জানিয়েছে। এ কারণে আমরা আসন্ন মৌসুমে খেলতে পারছি না। কিন্তু ভবিষ্যতে শীর্ষ লিগে ফিরে আসতে চায় শেখ রাসেল।’

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করা শেখ হাসিনার প্রয়াত সহোদর শেখ রাসেলের নামে গড়া হয়েছে ক্লাবটি। প্রয়াত আরেক সহোদর শেখ জামালের নামজুড়ে দেওয়া হয়েছিল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। এ ক্লাবটিও ঘরোয়া শীর্ষ লিগে খেলছে। শেখ রাসেলের মতো ভবিষ্যৎ শঙ্কায় আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও।

শেখ হাসিনার ভাইদের নামে গড়া ক্লাব দুটির খেলার বিষয়ে কোনো প্রতিবন্ধকতা আছে কি না—বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। তিনি জানিয়েছেন, এ নামে খেলার ইস্যুতে সরকারের তরফ থেকে কোনো আপত্তি নেই।

শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পৃষ্ঠপোষক ছিল বসুন্ধরা গ্রুপ। প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের পাশ থেকেও সরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। শেখ রাসেলের মতো সংকটে আছে শেখ জামাল ক্লাবও। যদিও ক্লাবটির কর্মকর্তারা জানিয়েছেন, সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযোগ সড়কে ধস, ৫ মাসেও নেই সংস্কারের উদ্যোগ 

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই

দাওয়াত না দেওয়ায় শেকৃবিতে ছাত্রদলের ২ গ্রুপের হাতাহাতি 

এক্সক্লুসিভ / ভারতকে ইসরায়েল হয়ে ওঠার বুদ্ধি মার্কিন নিরাপত্তা বিশ্লেষকের

ছুটি পেয়ে বাড়ি ফেরার ট্রেনেই সন্তান প্রসব নারীর 

ব্লকেড নিয়ে নতুন বার্তা হাসনাতের

পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের কর্মকর্তা নিহত

১৬ কারিগরি প্রতিষ্ঠানে নাম বদল, বাদ পড়লেন শেখ হাসিনা ও স্বজনরা

ঢাকার বাতাসও আজও ‘অস্বাস্থ্যকর’ 

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

১০

ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি, এরদোয়ানের দিকে অভিযোগের তীর

১১

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এক্সপ্রেসওয়ে ৫ ঘণ্টা ব্লকেড, চরম ভোগান্তি 

১২

ভারতে শক্তিশালী ফাতাহ-১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান

১৩

পাকিস্তানি হামলার পরপরই সংবাদ সম্মেলন স্থগিত ভারতীয় বাহিনীর

১৪

ভারত-পাকিস্তানের ক্ষেপণাস্ত্র : কার জোর কতটুকু

১৫

পরিত্যক্ত বাড়িতে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩

১৬

জুলাই যোদ্ধাদের তালিকায় আ.লীগ নেত্রীর মেয়ে, প্রতিবাদ করায় কুপিয়ে জখম

১৭

কেঁপে উঠল পাকিস্তান / তিন বিমানঘাঁটিতে বিস্ফোরণ, বন্ধ আকাশপথ

১৮

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১৯

ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা মা-মেয়ে নিহত

২০
X