ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খেলছে না শেখ রাসেল ক্রীড়াচক্র 

শেখ রাসেল ক্রীড়াচক্র। ছবি : সংগৃহীত
শেখ রাসেল ক্রীড়াচক্র। ছবি : সংগৃহীত

প্রিমিয়ার ফুটবল লিগে খেলছে না শেখ রাসেল ক্রীড়া চক্র। এক পত্রের মাধ্যমে অপারগতার বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জানিয়েছে ২০১২-১৩ মৌসুমের ট্রেবলজয়ী ক্লাবটি।

শেখ রাসেল ক্রীড়া চক্রের না খেলা সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার কালবেলাকে বলেন, ‘শেখ রাসেল ক্রীড়া চক্র থেকে আমরা একটা পত্র পেয়েছি। সেখানে ক্লাবটির তরফ থেকে জানানো হয়েছে, তারা ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করতে পারবে না।’

প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠিত ক্লাবটির পৃষ্ঠপোষক হিসেবে ছিল বসুন্ধরা গ্রুপ। প্রবল গণআন্দোলনের মুখে রাষ্ট্রক্ষমতায় পালাবদলের পর পৃষ্ঠপোষকতা থেকে সরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। যে কারণে তৈরি হয়েছে সংকট। এ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ না থাকায় প্রিমিয়ার লিগ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির ক্রীড়া পরিচালক সালেহ জামান সেলিম, ‘দলবদল কার্যক্রম শেষ হওয়ার কাছাকাছি সময়ে এসে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান অপারগতার কথা জানিয়েছে। এ কারণে আমরা আসন্ন মৌসুমে খেলতে পারছি না। কিন্তু ভবিষ্যতে শীর্ষ লিগে ফিরে আসতে চায় শেখ রাসেল।’

প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করা শেখ হাসিনার প্রয়াত সহোদর শেখ রাসেলের নামে গড়া হয়েছে ক্লাবটি। প্রয়াত আরেক সহোদর শেখ জামালের নামজুড়ে দেওয়া হয়েছিল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। এ ক্লাবটিও ঘরোয়া শীর্ষ লিগে খেলছে। শেখ রাসেলের মতো ভবিষ্যৎ শঙ্কায় আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবও।

শেখ হাসিনার ভাইদের নামে গড়া ক্লাব দুটির খেলার বিষয়ে কোনো প্রতিবন্ধকতা আছে কি না—বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানতে চেয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে। তিনি জানিয়েছেন, এ নামে খেলার ইস্যুতে সরকারের তরফ থেকে কোনো আপত্তি নেই।

শেখ রাসেল ক্রীড়া চক্রের মতো শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পৃষ্ঠপোষক ছিল বসুন্ধরা গ্রুপ। প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নদের পাশ থেকেও সরে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। শেখ রাসেলের মতো সংকটে আছে শেখ জামাল ক্লাবও। যদিও ক্লাবটির কর্মকর্তারা জানিয়েছেন, সংকট কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি : সেলিম ভূঁইয়া

ওড়িশায় ভারী বৃষ্টি, ভূমিধসে নিহত ২

আইফোন কিনতে কিডনি বিক্রি করা সেই তরুণ কেমন আছেন?

বিতর্কিত বিচারে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

যেভাবে ফিটনেস ধরে রেখেছেন আলিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু

ওমরাহর নিয়মে ব্যাপক পরিবর্তন, মানতে হবে যে ১০ বিষয়

রোজা শুরু হতে বাকি আর কত দিন, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

১০

শহীদ মিনারে ভাষাসংগ্রামী আহমদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

১১

জুবিনের স্ত্রীর কাছে ময়নাতদন্তের রিপোর্ট, যা জানা গেল

১২

নিষেধাজ্ঞার আগে মাওয়ায় ইলিশ খাওয়ার হিড়িক

১৩

যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে সমর্থন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৪

৪৮ ঘণ্টার মধ্যে ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

১৫

মহাসড়কে ডাকাতির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

১৬

সিরিজের সাফল্যের পর যা বললেন আরিয়ান

১৭

‘সর্বকালের সেরা’ বাছাই করলেন আলভারেজ — কারা আছেন তালিকায়?

১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১৯

অক্টোবরে লঘুচাপ-নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

২০
X