ফরাসি বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে দলবদলের পরিবেশ ক্রমেই উত্তপ্ত ও ঘোলাটে হচ্ছে। গত সপ্তাহেই বিশ্ব ফুটবলের ইতিহাসে রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোপ আনুষ্ঠানিক বিড করে সৌদি আরবের ক্লাব হিলাল। এবার পাওয়া গেল আরেক চমকপ্রদ খবর। ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব লিভারপুল ১ মৌসুমের জন্য ধারে দলে ভেড়াতে চায় পিএসজি তারকাকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পেকে ধারে এক বছরের জন্য দলে টানতে আগ্রহী লিভারপুল।
লিভারপুলের সঙ্গে এমবাপ্পেকে নিয়ে গুঞ্জন একদমই নতুন নয়। ফরাসি ফুটবলারের মা ফাইজা লামারির পছন্দের ক্লাব লিভারপুল। এমনকি তার সঙ্গে এমবাপ্পের দলবদল নিয়ে আগেও আলোচনা করেছিল ইংলিশ ক্লাবটি। এ ছাড়া ফুটবল এজেন্ট মার্কো খিরদেমিরের দাবি করেন, পিএসজি তারকাকে দলে ভেড়াতে ২৭ কোটি ইউরোর খরচ করতে রাজি লিভারপুল। যা এত দিন গুঞ্জন বলেই শোনা যাচ্ছিল।
বর্তমান সময়ের খবর হচ্ছে, এমবাপ্পেকে এক মৌসুমের জন্য ধারে দলে টানতে চায় লিভারপুল। ইংলিশ ক্লাবের প্রস্তাব মেনে নিলে এমবাপ্পেকে নিয়ে আর্থিক ক্ষতির অঙ্ক কমাতে পারবে পিএসজি। এই মৌসুম ধারে খেলে এমবাপ্পেও রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারবেন। তবে সব কিছুই নির্ভর করছে ফরাসি তারকার সিদ্ধান্তের ওপর।
ফরাসি তারকার বর্তমান ক্লাব আগের সিদ্ধান্তেই অটল রয়েছে। যদি এমবাপ্পে তাদের সঙ্গে নতুন চুক্তি না করেন, তাহলে এ মৌসুমেই তাকে বিক্রি করে দিবে পিএসজির মালিক নাসের আল খেলাইফি। এ ছাড়া সৌদি ক্লাব আল হিলালের রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে রাজি আছে পিএসজি।
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ফরাসি তারকার জন্য সর্বোচ্চ ২২৫ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি। পিএসজি যদি এমবাপ্পের দাম না কমায় তাহলে আগামী মৌসুমে ফ্রি- এজেন্ট হিসেবে দলে ভেড়াবে লস ব্লাঙ্কোসরা।
মন্তব্য করুন